Responsive Ads Here

Tuesday, January 29, 2019

Science Questions and Answer

1. এক্স-রে আবিস্কার করেন কোন বিজ্ঞানী ? - রন্টজেন।
2. রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিস্কার করেন কোন বিজ্ঞানী ? উইলিয়াম হার্ভে।
3. রক্তের গ্রুপ আবিস্কার করেন কোন বিজ্ঞানী ? ল্যান্ড স্টোইনার।
4. টেলিফোন আবিস্কার করে গ্রাহামবেল।
5. টেলিভিশন আবিস্কার করেন জন এল বেয়ার্ড।
6. অক্সিজেন আবিস্কার করেন যোসেফ পিস্টলি।
7. তেজোস্ক্রিয়তা আবিস্কার করেন হেনরী বেকরেল।
8. পেনিসিলিন আবিস্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং।
9. জলাতংক রোগের প্রতিষেধক আবিস্কার করেন লুইপাস্তুর।
10. গুটি বসন্তের টীকা আবিস্কার করেন এডউইন জেনার।
11. ম্যালেরিয়ার জীবণু আবিস্কার করেন রোনাল্ড রস।
12. রেল ইন্জিন আবিস্কার করেন স্টিভেনশন।
13. ডিনামাইট আবিস্কার করে বিজ্ঞানী আলফ্রেড নোবেল।
14. বেতার যস্ত্র আবিস্কার করেন মার্কনী।
15. মহজাগতিক রশ্নি আবিস্কার করেন হেস।
16. পারমাণবিক বোমা আবিস্কার করেন ওপেন হেইমার।
17. এটমবোমা আবিস্কার করেন অটোহ্যান।
18. বৈদ্যুতিক বাল্ব আবিস্কার করেন টমাস এডিসন।
19. রেডিয়াম আবিস্কার করেন মাদাম কুরি ও পিয়ারে কুরি।
20. কোষ আবিস্কার করেন রবার্ট হুক।
21. ফনোগ্রাফ আবিস্কার করেন এডিসন।
22. CFC আবিস্কার করেন  Professor T. Midgley
23. টলেমি ছিলেন জ্যোতির্বিদ।
24. হেলবফ ধুমকেতু আবিস্কৃত হয় ১৯৯৫ সালে।
25. বংশগতির জনক মেন্ডেল।
26. E = MC2 সুত্র আবিষ্কার করেন বিজ্ঞানী আইনস্টাইন।
27. বিগ ব্যাংক ত্বত্ত্ব উপস্থাপন করেন কে? স্টিফেন হকিংন্স।
28. প্রথম রোবট তৈরি করেন উইলিয়াম গে ওয়ালটার।

International Affairs

আন্তর্জাতিক বিষয়াবলি ::
প্রিয় শিক্ষার্থী, আপনাদের জন্য আজকের পোষ্টটি খুবই গুরুত্বপূর্ণ। আশাকরি সবাই মনোযোগ সহকারে পড়বেন। এখান থেকে অধিকাংশ প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে। কারণ এই প্রশ্ন গুলো বেছে বেছে এখানে সাজানো হয়েছে। বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন দেখে দেখে প্রশ্ন গুলো আপনাদের জন্য এখানে দেয় হল।
আজকের বিষয় -- সাল ও তারিখ
১. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর :: ২৪ অক্টোবর, ১৯৪৫ সাল।
২. সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে ?? উত্তর ::১০ সেপ্টেম্বর, ২০০২।
৩. পূর্ব তিমুর আনুষ্ঠানিকভাবে কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?? উত্তর :: ২৭ সেপ্টেম্বর ২০০২।
৪. মন্টিনিগ্রো আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়?? উত্তর :: ২৮ জুন ২০০৬ ।
৫. কবে দক্ষিণ সুদান সর্বশেষ রাষ্ট্র হিসেবে জাতিসংঘের সদস্য হয় ?? উত্তর ::১১ ই জুলাই, ২০১১ ।
৬. এশিয়ান উন্নয়ন ব্যাংক লেনদেন শুরু করে কবে থেকে ?? উত্তর ::১৯৬৬ সালের নভেম্বর থেকে।
৭. হিজরি সাল গণনা শুরু হয় কবে থেকে ? উত্তর ::৬২২ সাল থেকে।
৮. হ্যালির ধুমকেতু আবার কবে দেখা যাবে ?? উত্তর ::২০৬২ সালে।
৯. Rotary International প্রতিষ্ঠিত হয়েছিল কবে ? ১৯০৫ সালে।
১০. কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) গঠিত হয় ১৯১১ সালে।
১১. ইউক্রেনের চেরনোবিলে ভয়বহ পারমাণবিক দৃর্ঘটনা ঘটে কবে ? উত্তর :: ১৯৮৬ সালে।
১২. নেলসন মেন্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন কবে? উত্তর ::১৯৯৪ সালে।
১৩. নেলসন মেন্ডেলাকে দক্ষিণ আফ্রিকার শেতাঙ্গ সরকার গ্রেফতার করে এবং মুক্তি দেয় যথাক্রমে -- ১০৬২ সালে এবং ১৯৯০ সালে।
১৪. আফ্রিকান ন্যাশনাল কংগেস প্রতিষ্ঠিত হয় কবে ? উত্তর :: ১৯১২ সালে।
১৫. বিশ্বে প্রথম পলিমার নোট চালু হয় কবে ? উত্তর :: ১৯৪১ সালে।
১৬. মাদার তেরেসা ভারতে আসেন কবে ? উত্তর :: ১৯২৯ সালে।
১৭. কোরিয় কত সালে বিভক্ত হয় ?? উত্তর ::১৯৪৮ সালে ।
১৮. বার্লিন দেয়াল তৈরি হয় কবে ? উত্তর ::১৯৬১ সালে।
১৯. সাবেক সোভিয়েত ইউনিয়ন কবে ভেঙে যায় ? উত্তর ::১৯৯১ সালে।
২০. মার্টিন লুথার কিং কবে নিহত হন ? উত্তর ::১৯৬৮ সালে।
২১. বিশ্বের প্রথম চলচিত্র কবে নির্মিত হয়?? উত্তর ::১৮৮৫ সালে।
২২. সুপাসনিক কনকর্ড প্রথম বারের মত আকাশে ওড়ে কবে ? উত্তর ::১৯৬৯ সালে।
২৩. আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কবে? উত্তর ::৪ জুলাই ১৭৭৬ সালে।
২৪. মিশরের সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কবে? উত্তর ::১৯৫৬ সালে।
২৫. তেনজিং ও হিলারী এভারেস্ট শৃঙ্গ বিজয় করেন ১৯৫৩ সালে।
২৬. প্রথম ক্লোন শিশু ইভ -এর জন্ম হয় কবে? উত্তর ::২৭ ডিসেম্বর, ২০০২ সালে।
২৭. ইরাকের বার্থ পার্টি গঠিত হয় - ১৯৬৮ সালে।
২৮. ইরাকের রাজধানী বাগদাদের পতন হয় - ৯ এপ্রিল, ২০০৩ সালে।
২৯. সাদ্দাম হোসেন গ্রেফতার হন কবে ? ১৩ ডিসেম্বর, ২০০৩ সালে।
৩০. সাদ্দাম হোসেনের ফাষি কার্যকর হয় কবে ? উত্তর :: ৩০ শে ডিসেম্বর ২০০৬ সালে।
৩১. রাশিয়ার কাছ থেকে যুক্তরাষ্ট্র ১৮৬৭ সালে আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করেছিল। যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য।
৩২. যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে ক্রয় করেছিল ফ্লোরিডা রাজ্য ১৮০৩ সালে।
৩৩. ইউরো টানেল চালু হয় ১৯৯৪ সালে।
৩৪. হিটলার জার্মানির চ্যান্সেলর হয় কবে ? ১৯৩৩ সালে।
৩৫. ইংল্যান্ডে ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয় কবে? ১২১৫ সালে।
36. ইসলামী উন্নয়ন ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শূরু হয় কত সালে? উত্তর :: ১৯৭৫ সালে।
৩৭. উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় ১৯৫০ সালে এবং শেষ হয় ১৯৫৩ সালে।
৩৮. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন কৃতদাস প্রথা বিলোপ করেন কবে? উত্তর ::১৮৬৩ সালে।
৩৯. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় কবে ? ১৯৮৮ সালে।
৪০. হংকং চীনের সাথে যুক্ত হয় কখন ? উত্তর ::১ জুলাই, ১৯৯৭ সালে।
৪১. বর্তমানে ইউরো মুদ্রা চালু আছে ১৭ টি দেশে।
৪২. প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেন খামেনের সমাধি আবিষ্কৃত হয় ১৯২২ সালে।
৪৩. নেপোলিয়ন মৃত্যু বরণ করেন ১৮২১ সালে।
৪৪. মিখাইল গর্ভাচেভ রাশিয়ার ক্ষমতায় এসেছিলেন ১৯৮৫ সালে।
৪৫. বর্তমানে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে বেশি বিক্রিত বই হ্যারি পটার, যা প্রথম প্রকাশিত হয় ১৯৯৭ সালে। 
৪৬. ইতালীয় নাগরিক কলম্বাস আমেরিকা আবিস্কার করেন কবে?  উত্তর ::১৪৯২ সালে।
৪৭. নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল কবে ? উত্তর ::১৯৫১।
৪৮. গুড ফ্রাইডে চুক্তি হয় কখন ? উত্তর ::১০ এপ্রিল ১৯৫৮ সালে।
৪৯. গোলান মালভূমি অবস্থিত সিরিয়ায় ও ইসরায়েলের মধ্যে- যা ইসরাইল ১৯৬৭ সালে দখল করেছিল।
৫০. এমনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর ::১৯৬১ সালে।
৫১. এমনেস্টি ইন্টারন্যাশনাল শান্তিতে নোবেল পায় কত সালে? ১৯৭৭ সালে।
৫২. এমনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়? উত্তর :: লন্ডনে।
৫৩. ১৯৮০ সালে সার্ক গঠনের উদ্যোগ গ্রহণ করেন  জিয়উর রহমান এবং ১০৮১ সালে সার্ক গঠন সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় শ্রীলংকার কলম্বতে। সার্কের প্রথম সম্মেলন হয় ঢাকায় ১০৮৫ সালে।
৫৪. ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ওয়াসিংটন ডিসি।
৫৫. ব্রিটেন উডস সম্মেলন সফল-ইন্টার ন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ) ও ওর্য়াল্ড ব্যাংক।
৫৬. ভারত ১০৭৪ সালে - প্রথম পারমানবিক বিস্ফোরন ঘটায়।
৫৭. আব্রাহাম লিংকন নিহত হন -১৮৬৫ সালে।
৫৮. ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয় ১৯৭৮ সালে।
৫৯. ইরাক কুয়েত দখল করে ২ আগস্ট, ১৯৯০ সালে।
৬০. ইউরো মুদ্রার জনক ম্যান্ডেল।
৬১. বর্তমানে ইউরো মুদ্রা চালু আছে ১৭টি দেশে।
৬২. ১৯৮১ সালে মাহাথির মোহাম্মদ ক্ষমতায় আসেন এবং দীর্ঘ একটানা ২২ বছর ক্ষমতায় থাকার পর ৩১ অক্টোবর, ২০০৩ সালে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন। তার জন্ম ১৯২৫ সালে।
৬৩. ভারতের লোকসভা গঠিত হয় - ১৯৫০ সালে ২৬শে জানুয়ারী। এর সদস্য সংখ্যা ৫৪৫। এর মধ্য নির্বচিত আসন ৫৪৩ এবং ২টি সংরক্ষিত।
৬৪. কুয়েতের আমীর শেখ জাবের আল আহম্মেদ আল জাবির আল সাবাহ ক্ষমতায় আসেন - ১৯৭৭ সালের ৩১ শে ডিসেম্বর। তিনি মারা যান ২০০৪ সালে।
৬৫. দি ক্ল্যাস আব সিভিলােইজেশন (The Clash of Civilization) গ্রন্থের লেখক - স্যামুয়েল হান্টিংটন, ১৯৯৬ সালে প্রকাশিত হয়।
৬৬. জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় -১৯৪৯ সালের ১২ আগস্ট। এতে যুদ্ধ বন্ধি সম্পর্কিত ৪টি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।
৬৭. ১৯৫৭ সালের ২৫শে মার্চ রোমে স্বক্ষরিত চুক্তি অনুযায়ী ১৯৫৮ সালে ১ লা জানুয়ারী আত্মপ্রকাশ করে EEC. ১লা জানুয়ারী, ১৯৯৩ সালে EU নাম ধারণ করে। এর সদর দপ্তর ব্রাসেলস। (বেলজিয়াম ) এবং একক মুদ্রা হিসেবে EU চালু হয় ১লা জানুয়ারী, ১৯৯৯ সালে।
৬৮. ওলন্দাজরা ভারতে আসে- ১৬০২ সালে।
৬৯. পর্তুগীজরা ভারতে ১৫১০ সালে।
৭০. পি. এল . ও আরব লীগের পূণাঙ্গ সদস্য পদ লাভ করে - ১৯৯৬ সালে।
৭১. IDB প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালে। আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করে ১৯৭৫ সালের ২০ অক্টোবর। বিনা সুদে ঋণ দেয়া এর প্রধান কাজ। এর সদর দপ্তর জেদ্দা।
৭২. জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয় - ২০ জুলাই ১৯৫৪ সালে।
৭৩. মায়ানমারে সামরিক শাসন চালু হয় ১৯৬২ সালে।
৭৪. রাজীব গান্ধী নিহত হন ১৯৯১ সালে।
৭৫. মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত ”মিশনারী আব চ্যারিটি” প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালে।
৭৬. মাদার তেরেসা শান্তির জন্য নোবেল পুরষ্কার পান ১৯৭৯ সালে।
৭৭. বিশ্বে প্রথম ডেঙ্গু জ্বর দেখা দেয় ১৭৭৯ সালে।
৭৮. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ১৯১২ সালে।
৭৯. আমেরিকায় অর্থনৈতিক মহ মন্দা দেখা দিয়েছিল ১৯২৯ সালে।
৮০. এ পর্যন্ত মোট কতবার আরব -ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় চারবার ।(১৯৪৮, ১৯৫৬, ১৯৬৭, ১৯৭৩)

সাধরাণ জ্ঞানের উপর আরও কিছু প্রশ্ন আছে যা পরবর্তী পোষ্টে পাবলিশ করা হবে। আশাকরি সবাই পড়বেন। সবার জন্য রইল শুভ কামনা।

Monday, January 28, 2019

Application

Welcome to the learners of class six, seven and eight. This is lesson is on the topic of Application.
All this applications are for the class Six, Seven and Eight.

Application No 1 : Write an application to your headmaster for full free studentship.
28 March 2016
The Headmaster, Khulna Public Collage, Khulna
Boyra, Khulna, GPO 9000
Sub : Prayer for a full-free studentship.
Dear Sir,
This is to humbly inform you that I am a student of class Eight of your esteemed school. I let you know that I am from a poor family. My father is peasant. He is totally dependent on agriculture. But my father has not enough land. And he is the only earning member in my family. Besides he has to maintain a large family consistence of eight members. In his critical circumstance, he is quietly enable to bear my educational expenses.
In this connection I beg to add that I have been reading your school for last two years. I stood second in the last annual examination and was promoted to class eight. i don't get any kind of financial help from any other source.
So I therefore, pray and hope that you would be kind to grant me a full-free studentship and thus give me chance prosecuting my studies further.
I remain Sir,
Your Most Obedient Pupils
Class-Eight

Application No 2
Suppose, the income of your guardian is very poor. He is quite unable to bear your educational expenses. Write an application to your Headmaster for financial help from the poor fund of the school.
Ans ::
25 June, 2018
The Headmaster
Khulna Navy Shcool & Collage, Khulna,
Khulna, GPO 9000
Subject :: Prayer for financial help from the poor fund.
Dear Sir,
With due respect, I beg to state that my father is a mere clerk in a government office. His monthely income is meagre. He has to maintain a family consisting of six members. He is the only earning member in our family. Besides I have two school going brother and sister. So it is quite impossible for my father to bear my educational expenses. But I am determined to prosecute my studies.
In this critical circumstance, I pray and hope that you would be kind enough to provide me with necessary financial help from the poor fund of the school.
I remain
Sir,
Your most obedient Pupil,
Y
Class -Eight

Application No 3
Imagine, your school has won the final football match of inter-school district tournament. You want to celebrate the victory and for this you need one day holiday. Now write an application to the Headmaster of your school for one day's holiday.
15 January, 2019
The Headmaster
Khalishpur School
Khalishpur, Khulna
Subject : Prayer for a day's holiday.
Dear Sir,
With due respect we beg to state that our school has won the final football match of inter-school district tournament, 2018. It is a glory for our school. We want to enjoy and celebrate the victory.
We therefore, pray and hope that you would be kind enough to declare tomorrow a holiday so that we may celebrate the victory successfully in befitting manner.
We remain
Sir,
Yours most obedient Pupil.
Khalishpur School. Khulna.

Application No 4
Study tour is always pleasant and educative. Now write an application to the Headmaster of your school praying for permission to go on a study tour.
Ans : :
29 January, 2019
The Headmaster
Khulna Girls High School, Khulna.
Subject :: Prayer for permission to make a study tour.
Dear Sir,
With profound respect, I, on behalf of the students of class eight of your esteemed school, beg to inform you that we have completed our annual examination and now we are free. Our new classes are yet to be started. Now we want to go on an excursion to Cox's Bazar.We think that Cox's Bazar is a historical place of importance where nature has given all her beauties. The world's largest sea-beach is in Cox's Bazar. Thousands of tourists come here to enjoy sea-bath and most beautiful sunset. Our English teacher has given his kind contest to lead the party. Now we need your kind permission to arrange such a party.
So, we pray and hope that you would be kind enough to permit in this regard and oblige thereby.
Yours obediently,
Shuvo
Roll -4
On behalf of the student of class VIII.

Application No 5
Suppose you are Rahim. Your elder sister's marriage ceremony is going to be held on the 25th August. You won't be able to attend the school for five day's leave. Now write an application to your Headmaster praying for five days in advance.

Ans:
20 August, 2018
The Headmaster
Khulna High School, Khulna
Subject :: Prayer for leave in advance.
Dear Sir,
With due respect I beg to state that my elder sister's marriage ceremony is going to be held on the 25th August, 2018.
Since I'm the only son of my parents I have to be at home continuously for making necessary arrangements for our guests. I shall have to issue invitation cards among the relatives and guests. I shall have also to make necessary purchases and help my father in making necessary preprations for the ceremony.
So, I pray and hope that you would kindly grant me leave for five days with effect from the 22th to 26th August, 2018.
I remain
Sir,
Your most obedient pupil
Salman
Class -IX
Roll-3
Science Group.

Application No 6
Suppose, your father is a government employee who has been recently transferred from Chottogram to Dhaka. Now write an application to Headmaster of a high school in Dhaka for admission.
Ans::
20 January, 2018
The Headmaster
Dhaka Laboratory High School
Dhaka-1209
Subject : Prayer for admission

Dear Sir,
This is to humbly inform you that I was a student of Chottogram Collegiate School in class VIII. Last year I passed the annual examination securing 75% marks on an average. My father who is a government officer has recently been transferred from Chottogram to Dhaka. Our family has also been shifted to our present residence which is very close to your school.
I enclose herewith the transfer certificate and the progress report. I shall deposit the necessary fees if you kindly consider my admission.
Your obediently,
Saurav
Science Group

Paragraph Class Six

Paragraph No 1.
Tea
Tea is a most popular drink. We know all tea is a one kind of drink. It is very testy to drinking. We get it from tea leaves that's are collected tea plants. Tea plants grow from seeds on the hill sides. Tea grows in China, Japan, India, Bangladesh and Srilanka. At first tea leaves are gathered and dried, then it is rolled. Thus we get teat dust. The preparation of tea is very simple. Water is boiled in a pot and tea is then put into the pot. Then sugar and milk is mixed with it. Thus tea is prepared. When we become tired we drink tea. It gives us energy. It refreshes our body and mind too.

Paragraph No 2
Jute
Jut is a kind of plant. It was a thick bark which is full of fiber. The fiber is made into jute. Jute mainly grows in Bangladesh. It also grows in West Bengal, Assam and Thailand. But Bangladesh grows the best jute. Much of it is exported to foreign countries and we earn a lot of money out of it. So it is rightly call the "Golden Fiber" of Bangladesh. Seeds are sown in late spring or early. The matured jute plants are cut, tied into bundles and put under water. When they get rotten, the fiber is taken out, washed in water and dried in the sun. Many things are made of jute. For example gunnies, bags, ropes, papers and silken clothes and carpet are made of jute. So jute is very useful to us.

Paragraph No 3
The Crow
The crow is a most familiar bird in the world. We see it near about our houses from sunrise to sunset. The crow is jet black in color. It is ugly and black to look at. There are many kinds of crows. The raven is the biggest of all. There are white crows in Australia. The crow is found all over the world. It is seen everywhere in the villages, towns and markets. The crow eats almost everything. Crow eats up dirty things and dead animals. Thus it keeps the environment clean. The crow is very clever but greedy. I love this bird.

Paragraph No 4
My Class Room
The room in which our class is held is possible the best room in our school building. It faces the south and the big play - ground of the school is in its front. Our class room has two big door and four windows. The doors and windows are made of wood. Our class room is well - lighted and well-ventilated. There are fifteen pair of low and high benches for seat. There are tow electric fans on our head in our class room. There are a chair and a table on the platform for teachers. There is a big blackboard fixed to the wall. A calendar and a Bangladesh map are fastened both side of the blackboard.

Paragraph No 5
My Class Teacher
The teacher who takes our class in the first period is our class teacher. He is Mr. Amit Sir. He teaches us English. He is perhaps the best teacher of our school. He is dear to all of us. He loves us very deeply. He enters the class in just time with a smiling face. He carries under his arms, our class register and text books. At first he calls our rolls. Then he puts a few questions the from the previous lesson. Now he turns to our present lesson and explains the same so nicely that it becomes interesting to us. Sometimes he punishes the negligent boys. But he never becomes harsh to us. He is always kind and sympathetic to us. We all like him very much. For all my success , I owe much to Mr. Amit. He is one of the best teachers of our area. I love and respect him most.

Paragraph No 6
My Favorite Teacher
The name of my school is X. This is a big school in our are area. So we have more than a hundred teachers. But Mr.X is the best of all. He is an inhabitant of Kharia in the district of Khulna. He has some qualities that leads him to deserve our heart-felt love and respect. He teaches us English. He is a very respected teacher. He is teacher to be followed by all. He is well dressed, smart, punctual, hard working, singular and regular. He behaves with us like father and friend. He has a ability to discover the latent talent of us. and to make us interested in paying our attention. He deeply feels for the weak students of the class. He always helps them to learn and to understand the hard lesson. Actually his method of teaching is praise-worthy. We need not read our lessons further if we listen of his lecture. For these, I like him most.

Paragraph No 7
Myself
I am Amit. I am a student of class six. I come from a respectable family. My father is Mr. Abdul Kalam. He is an architect. My mother is a Banker. I am a good cricket player. I am a regular member of our school cricket team. My Hobby is fishing and gardening. When I get free time I catch fish or work in my garden. There is a nice flower garden in from of my reading room. I work there every morning and always take care of my garden. Though gardening is a hard work, it is interesting to me.I have two younger sister and brother. They are reading in a school.

Paragraph No 8
A Railway Station
A railway station is the place where the trains stop and start from. A good number of trains touch the station. The station is always crowded with passengers, hawkers and potters. In the station, not only the passengers but also the hawkers and potters are busy. They are waiting for the passengers. When a train reaches the station the passengers hurry to get off the train. At the same time passengers waiting for the train, want to get into the train. As a result, a collision of the two groups of passengers take place. Most of the trains are found jam packed, yet the passengers push one another to get into the train. Sometimes many passengers can't get into the train. There also some tea-stalls in a railway station. Passengers waiting for the train can take tea. usually this is the common sight of a railway station.

Water Resources Of Bangladesh

Water Resources of Bangladesh :
Hello everyone welcome to the next important post. This is about the water resources of Bangladesh. Bangladesh has many resources of Natural water. There have many river, ponds, lakes, canal, even there has a Bay of Bangle. Thees are provides fresh natural water to Bangladesh. Water helps to developing in Bangladesh in many ways. On the other hand Bangladesh God gifted water resources, that is rain. There are much rain water in Bangladesh to help here.


We Know the water is life. Because without water we can live a moment. Even an any animal. So water is must needed for us. And also we need to drink pure water. Bangladesh is a river base country. So here a lot of small and biggest river all around the Bangladesh. As a result in this country all development and all production has depended on the water. Most of the carrying depend on the water way. Water is very essential for the ensuring food production.
The main sources of water of Bangladesh are rainfall, surface water, and ground water. There are three chief water faces in Bangladesh, they are the Ganges river, the Brahmaputra river, and the Meghna river. Bangladesh has 230 rivers including 57 international rivers. Among them, 54 rivers, originated in India, including the Ganges, the Brahmaputra and the Meghna. The agricultural system is controlled with these three main river's water flows in Bangladesh.
Surface Water : The surface water resources comprise water available from following rivers and static water bodies as ponds, Beels and Haors. Surface water inflows of the country vary from a maximum of about 140000 m3/s in August to a minimum of about 7000 m3/s in February. Two main rivers , the Brahmaputra and the Ganges account for more than 80% of stream-flows here. These water has supported to our agriculture and save the country.
Rainfall water : The rainy season is consists of Bangladesh are the two months - "Ashar and Srabon". In this season there have a lot of rain in Bangladesh. Bangladesh has an average rainfall of about 2300 mm ranging from 1250-5000 mm. Mean annual rainfall is lowest in center -west (1250mm) It increases towards the north, east and south, reaching more than 2500 mm in the exterm north -west, near and within the northern and estern hills, and near the cost, and exceeding 5000 mm in the extreme north -east. In all areas, about 85-90 percent of the annual total occurs between mid April and end September.

Ground Water  :: Bangladesh has increased the system for groundwater irrigation for rice production in dry season or month. Two major ground irrigation devices are deep Tubewell and  Shallow Tubewell. In 2006 the number of DTW increased to 28000 from 1400 in the early eighters, irrigating 0.7 million hectares. The number of STWs increased from about 0.5 million in the early eightes to 1.2 million in 2006, irrigating 3.12 million hectors. About 85 percent of total irrigated area is covered by groundwater. STWs have been the dominate source, providing 65 percent of total irrigation area and 80 percent of total groundwater irrigation.


Sunday, January 27, 2019

রাজকন্যা ও রাজ্য একসাথে

একদেশে এক চাষা ছিল, সে ছিল খুব গরীব। চাষী এতটাই গরীব যে প্রতিদিন তাঁর বউয়ের কাছে বকা খায়। ওই চাষী একদিন রাগ করে বাড়ি থেকে অনেক দূরে চলে যায়। যেতে যেতে এক গভীর বনের ভিতরে যখন গেল তখন দেখল যে  সন্ধ্যা হয়ে গেছে। তখন ভেবে পেল না যে সে এখন কোথায় যাবে ? হঠাৎ দেখল একটা অতি সুন্দর দালানবাড়ী। সে ভাবল যে সেখানে গেলে হয়ত একটা আশ্রয় খুজে পাবে। তাই সেখানে কাছে যেতে না যেতে দেখল এক সুন্দরী রমনী তাকে হাতছানি দিয়ে ডাকছে, চাষী সেখানে গিয়ে আশ্রয় নিল। সেই রমনী চাষীকে মনের মত করে যত্ন আদরের মাধ্যমে আপ্যায়ন করল। চাষী খুবই খুশী হল।
চাষী খুব ক্লান্ত হয়ে পড়েছিল তাই তার খুব ঘুম পাচ্ছিল । সেদিনের মত ঘুমিয়ে পড়ে। চাষী ধীরে ধীরে মহিলার অপরুপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রেমে ব্যকুল হয়ে পড়ে। বিয়ে করে ফেলে একদিন সেই রুপবতী নারীকে। এই ভাবে চাষীর দিন যায় দিন আসে। একদিন হঠাৎ করে তার গ্রামের সেই ফেলে আসা স্ত্রীর কথা মনে পড়ে যায়। ভাবল যে, ”আমি যেমন ভাল আছি সেও হয়ত এখানে আসলে ভাল থাকবে” । একদিন খাওয়ার সময় দ্বিতীয় স্ত্রীকে বলল যে তার প্রথম স্ত্রী আছে। যাকে সে গ্রামে রেখে এসেছে। তার কাছে জিগাসা করল যে সে তার প্রথম স্ত্রীকে এখানে নিয়ে আসবে কিনা? কথাটি শুনে দ্বিতীয় স্ত্রী সম্মতি দিল প্রথম স্ত্রীকে নিয়ে আসার জন্য।
বাড়ি যাওয়ার দিন ঠিক হল এবং চাষী যে দিন বাড়ি রওনা হল, দ্বিতীয় স্ত্রী চাষীর কাছে সোনাদানা, রুপার গহনা পুটলি ভরে দিল যেন চাষী ওই সমস্ত সোনারুপা হীরে মুক্তার লোভে তার কাছে আবার ফিরে আসে। চাষী গ্রামে যেতে যেতে রাত্র হয়ে গেল। চাষীর প্রথম বউ চাষীকে দেখে খুবই খুশি হল। সে চাষীকে জিগাসা করল “তুমি এত দিন কোথায় ছিলে?” চাষী বলল “আগে তো আমায় খেতে দে, বিশ্রাম করি। তারপর ধীরে ধীরে সব বলব তোকে।”
তারপর চাষী রাত্রে শুয়ে শুয়ে সব তার প্রথম বউকে বলতে লাগল। এমন কি সব সোনাদানা, হীরের গহনা চাষী তার বউ কে দেখাল। তখন তার বলল “তুমি তো কোনো মায়জালে পড়নি ?” তাই না ?
চাষী বলল “ওরে না রে।”
চাষীর বউ চাষীর কথা বিশ্বাস করে পরের দিন রওনা দিল দুজনে সেই বাড়ির দিকে। পৌছে গেল সেই গভীর জঙ্গলের বাড়ীতে। সেদিনের মত সেই বউ তাদের দুই জনকে খুবই আদর আপ্যায়ন করল। কিন্তু চাষীর প্রথম বউয়ের মোটেও ভাল লাগছিল না। সে শুধু ভাবছিল এই গভীর জঙ্গলের মধ্যে একটাই বাড়ি আর একজনই মহিলা। আর কোথাও কোনো জনমানব নেই। কিন্তু তারপরও তারা সুখেদুখে দিন কাটিয়ে দিচ্ছিল । কিছুদিন পর প্রথম বউয়ের একটা ছেলে সন্তান হল। সেও আস্তে আস্তে বড় হল। 
কিন্তু চাষীর প্রথম বউ একদিন ভাবল যে আজ তার সতীন বাড়ীতে নেই। তাই সে ভাবল  যে এত গুলো ঘর আর সব গুলো ঘরে তালা দেয়া আছে, কিন্তু কোনো মানূষ নেই। আমি কিভাবে তালা গুলো খুলব আর ওই সব ঘরে কি কি আছে তা আমি কীভাবে দেখব। তখন সে ভাবল যে যখন তার সতীন ঘুমিয়ে থাকবে তখর সে ওইসব ঘরের তালার চাবি চুরি করবে। 
ঠিক একদিন তার সতীন ঘুমিয়ে আছে, এমন সময় সে আস্তে আস্তে তার ঘরে যেয়ে তার ঘরে গিয়ে আস্তে করে চাবিটা নিয়ে নিল, যেন সে টের না পায়। সে চাবি টা নিয়ে এল এবং একটা ঘরের দরজা খুলল। খুলে দেখল সে ঘরে শুধু সোনা আর একটা ঘর খুলে দেখল যে সেখানে শুধু রুপা আর একটা ঘর খুলে দেখল সেখানে শুধু মানুষের হাড়, আর মাথার খুলি। তখন তার ভয় লাগে আর ভাবে যে সে আর কেউ নয়, সে হল এক ভয়ানক রাক্ষসী। সে বুঝতে পারল যে তারা এক ডাইনি আর রাক্ষসীর বাড়িতে থাকে। এখন তার ছেলে আর চাষীকে বলল সব কথা।
কিন্তু চাষী বিশ্বাস করল না। কিন্তু তার প্রথম বউ তার ছেলে কে বুঝিয়ে বলল বাবা তুই পালিয়ে যা। আমরা হয়ত আর বাঁচব না। তাই তুই জীবন নিয়ে ফিরে যা। চাষী বউ ছেলেকে একটা ধারাল অস্ত্র দিল, একটা ঘোড়া দিল, আর একটা ঘটিতে করে এক ঘটি দুধ দিল। বলল “বাবা যখন দেখবি ঘটির দুধটা ঘুরছে, তখন বুঝবি ওই রাক্ষসি তোর বাবাকে তাড়াচ্ছে, যখন দুধটা লাল হয়ে যাবে তখন বুঝবি রাক্ষসী তোর বাবাকে খাচ্ছে, আর যখন দুধটা স্থীর হয়ে যাবে তখন বুঝবি তোর বাবাকে খেয়ে ফেলেছে।”
আবার যখন দুধটা ঘুরবে, তখন বুঝবি রাক্ষসী তোর মাকে তাড়াচ্ছে । যখন দুধটা লাল হয়ে যাবে, তখন বুঝবি রাক্ষসী তোর মাকে খাচ্ছে আর যখন দুধটা স্থীর হয়ে যাবে তখন বুঝবি তোর মাকে খেয়ে ফেলেছে।”
”আবার যখন দুধটা ঘুরবে তখন বুঝবি রাক্ষসী তোকে তাড়া করেছে। তুই রাক্ষসী কে কখনও ছেড়ে দিসনা বাবা, রাক্ষসী কে মারার জন্য তোকে এই তলোয়ার টা দিলাম।” এই বলে সে ছেলে কে বিদায় দিল। ছেলে যাত্রা শুরু করল এবং ঘোড়ার বেগে চলতে লাগল।
হঠাৎ এই কথা রাক্ষসী শূনে ফেলল। রাক্ষসী শুনে তার বিশাল রাক্ষসীর রুপ ধারন করে তার বাবাকে তাড়া করল আর খেতে গেল।ওদিকে ছেলে দেখল যে তার ঘটির দুধ ঘুরছে। ছেলে চিন্তায় পড়ে গেল। কিছু সময় পর দেখল যে তার ঘটির দুধ ঘুরছে। তখর তার আরও চিন্তা বেড়ে গেল। আরও কিছু সময় পর দেখল তার ঘটির দুধ লাল হয়ে গেছে। তখন সে বুঝে গেল যে রাক্ষসী তার বাবাকে খেয়ে ফেলেছে। ছেলেটি মনের কস্টে আবার চলতে শুরু করলো।
কিছু দূর যেতে না যেতে আবার দেখল যে তার ঘটির দুধ ঘুরছে, তখন ছেলেটি বুঝতে পারল যে এবার রাক্ষসী তার মাকেও তাড়া করেছে। মায়ের চিন্তায় সে আর পথে হাঁটতে পারছে না। একটা সময় দেখলো যে ঘটির দুধ লাল হয়ে গেছে। আরও কিছু সময় পরে যকন সে দেখল যে ঘটির দুধ স্থীর হয়ে গেছে তখন সে তার মায়ের আশাও ছেড়ে দিল। এবার সে ধিক ধিক করে ঘোড়াল পিঠে করে চলতে লাগল।
হঠাৎ দেখল তার মায়ের শেষ কেথাটাও সত্যি হতে চলেছে। তার ঘটির দুধ ঘুরতে শুরু করেছে। তার মানে হল রাক্ষসী এবার তাকে তাড়া করা শুরু করেছে। প্রথমে কিছুটা ভয় পেয়ে গেল ছেলেটি কিন্তু কিছু সময়ের মধ্যে সে নিজের মনের মধ্যে একটা দৃঢ় সংকল্প করল যে সে যেভাবে হোক নিজেকে তো রক্ষা করবেই, সেই সাথে তার বাবা মা কে যে রাক্ষস খেয়ে ফেলেছে সেই রাক্ষস কে হত্যা করবে।
এই কথা ভাবতে ভাবতে হঠাৎ রাক্ষসটি তার সামনে এসে হাজির হল। ছেলেটি মানের মধ্যে শক্তি আর সাহস নিয়ে রাক্ষসটিকে সেই ধারাল অস্ত্র দিয়ে হত্যা করতে ছুটে গেল। কিন্তু রাক্ষস টিও তাকে খেতে উদ্যত হল। কিন্তু ছেলেটির সাথে রাক্ষস পেরে উঠল না। ছেলেটির হাতেই প্রাণ দিতে হল ডাইনি রাক্ষসটিকে।
ছেলেটি একটু ক্লান্ত হয়ে পড়ল । একটু বিশ্রাম নিয়ে সে আবার ঘোড়ার পিঠে চলতে শুরু করল। যেতে যেতে এক অজানা রাজ্যে এসে তার রাত হয়ে গেল। একটা বাড়ীতে গিয়ে রাত্রে থাকার জন্য বলল। কিন্তু কোনো ভাবে কেউ তাকে আর তার ঘোড়াকে রাখতে রাজী হলনা। ওই বাড়ির তখন সবাই কান্না করছিল। তারা বলল যে তারা নিজেরাই তো আছে বিপদে। কিভাবে তাকে রাখবে। তখন ছেলেটি তাদের বিপদের কথা জানতে চাইল। সে সময় ওই বাড়ির লোকটা তাকে সব খুলে বলল আর বলল যে এই রাজ্যে যত পরিবার আছে, প্রত্যেক পরিবার থেকে প্রতি রাতে একজন করে লোক ওই রাক্ষসের আহার হিসেবে পাঠাতে হয়। আজকে সেই রাক্ষসের আহার হিসেবে আমার পরিবারের একজন কে পাঠাতে হবে। কিন্তু দুখের বিষয় কাকে রেখে কাকে পাঠাব বাবা তুমি বল।
তখন ছেলেটি একটু ভেবে বলল, যে আজ কাউকে যেতে হবে না। আজ সে নিজেই যাবে রাক্ষসের আহার হিসেবে। তারা সবাই অবাক হয়ে গেল। ছেলেটি তাদের বলল যে, “আপনারা শুধু আমাকে আর আমার এই ঘোড়াকে খাবার দিন আর আমি যা যা চাই সে গুলি জোগাড় করে দিন।” ছেলেটির কথা মতো তারা সবই ব্যস্থা করে দিল। ছেলেটি রাক্ষসের গুহা চিনে নিয়ে সন্ধ্যায় সেই গুহায় গিয়ে হাজির হল আর গুহার মধ্যে তার সংগে আনা সমস্ত জিনিস রেখে ঘুমিয়ে পড়ল। রাত দুপুরের সময় যখন রাক্ষস গুহায় ফিরল খাবারের জন্য তখন সে তার নি:শ্বাসে মানুষের গন্ধ পেল। রাক্ষস মানুষের গন্ধ পেয়ে বলতে শুরু করল “হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, যে আসবে তার মাথা ভেঙ্গে খাও ”। আর চিৎকার করে বলল কে রে আমার ঘরের ভেতর??
রাক্ষসের চিৎকার শুনে ছেলেটির ঘুম ভেঙে গেল। সে রাক্ষসকে বলল “ঘরের ভিতরে তোর বাপ”।
তখন রাক্ষসটা হো হো করে হেসে করে হেসে উঠল। আর বলল তুই কি সত্যি আমার বাপ? তাহলে তুই তোর একটা চুল ফেল তো, দেখি তুই কেমন আমার বাপ। তখন ছেলেটি তার সংগে আনা দড়া টা ফেলল রাক্ষসের সামনে। রাক্ষস দড়া টা দেখে তো অবাক। মনে মনে ভাবল এ কেমন চুল রে বাপ!!!
তারপর বলল “তুই সত্যি যদি আমার বাপ হোস তাহলে তোর একটা নখ ফেল তো”
ছেলেটি তখন তার সংগে আনা কদাল টিকে ফেলেদিল রাক্ষসের সামনে। রাক্ষস এমন নখ দেখে তো ভিষন অবাক। মনের মধ্যে আরও সন্দেহ জাগল। তখন রাক্ষস আবার বলল, দেখি তোমার মুখের থু থু ফেল তো।
ছেলেটি তখন তার সংগে আনা এক হাড়ি চুন ফেলে দিল। রাক্ষস সেই চুনকে থু থু ভেবে খেয়ে পরখ করে দেখতে চাইল। যেই না চুনকে থু থু ভেবে মুখে দিল, ওমনি ঝাঁঝালো চুনে তার গাল গেল পুড়ে। জ্বলে যেতে লাগল তার মুখের ভিতর। রাগে ক্ষোভে রাক্ষস তখন ছেলেটিকে আস্ত গিলে খেতে চাইল। তখন ছেলেটি তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে রাক্ষসকে নিমিষেই মেরে ফেলল। ইতিমধ্যে ভোর হয়ে এসেছে। গ্রামবাসি এসে দেখল যে ছেলেটি রাক্ষস টাকে মেরে ঘুমিয়ে পড়েছে। সবাই তার প্রশংসা করতে লাগল।
কিন্তু মজার ঘটনা হল, রাক্ষসের হত্যার মধ্য দিয়ে ছেলেটির ভাগ্য ফিরে এল। ওই রাজ্যের রাজা ঘোষনা করেছিলেন যে, যে এই রাক্ষসকে মারতে পারবে রাজা তার সাথে নিজের মেয়েকে বিয়ে দেবে এবং রাজ্যের অর্ধেক তাকে লিখে দেবে। রাজার কাছে সংবাদ গেল এক দু:সাহসী ছেলে রাক্ষকে মেরে ফেলেছে। সংগে সংগে রাজা ছেলেটিকে রাজপ্রসাদে নিয়ে গেল। এবং রাজা তার কথা মতো সব কিছু করল। রাজ্যে আবার সুখ ফিরে এল। আমার গল্প শেষ হয়ে গেল আর  আমাকে একটা বড় পান দিল আমি চিবুতে চিবুতে বাড়ি চলে এলাম।

Friday, January 25, 2019

The Cow

Hello dear all learners, welcome to my nest learning episode. Today I will write on the easy on "The Cow." We know the cow is the most faithful and domestic animal in the world. So We Love the cows. Today I will say about the cow. 


The cow is domestic animal.  The cow is a useful animal for us. The cow has four legs, two eyes, two ears etc. It is very important to a farmer. because he plough his land with the cow. The gives us milks. The farmer cultivate with the cow. The cows are various colors in the world.
If you farming the cows, you will earn a lot of money to sell the cow. The cows are feeds all the grasses from the fields.
The birth one or two cuffs every year. The cows are seen all over the world. So we can collect a cow easily and but it in low price.
The is calm animal but sometimes it is very hungry and angry to the people. If any one can make cow firm he can earn a lot money from the cows. Cow milk is very delicious to us. Cow dung is the best fertilizer for a farmer. 
If we faring the cows, we can be established in the short time. So we should farming the cows. If you farming the Australian cows, it will give a lot of milk everyday. More than 50/60 KG per day. The price of milk is 60 Taka per KG. That's a large amount of money you will earn every month. The cow dang is the best fertilizer in the field, If you have 10/12 cows, you will sell a lot of cow dang every month and from that you will earn huge money from that. Dry cow dang is used as a fuel in the village to the woman. Because most of the village woman cooks their food with the dry cow dang. So if you have a lot of cow dang you will sell that and will earn a lot of money.
So we should make sure that we will start farm the cows from today.

The cow has more benefits. If you have more than 5/6 bull cow, you will plouging the land easily. Because the has good energy for that. Most the farmers has used the cow as that.
There are many successful person in our village who have farming the cows and make their carrier with this cow farming profession. They earn a lot of money with profession. Because cow farming is low cost business. So any one can make a cow farm and farm a number of cows. If you want to start the cow farming you will need some money at first. And then you increase your farm with income of that cows. You will get the foods of the cows every where. In the village has a lot of green grasses. You will cut that grasses and your cows will feed that green grasses. You will buy that grasses with small price. So you can buy that grasses easily and this is the great way to make life easy to stay in the village.