Responsive Ads Here

Tuesday, January 29, 2019

International Affairs

আন্তর্জাতিক বিষয়াবলি ::
প্রিয় শিক্ষার্থী, আপনাদের জন্য আজকের পোষ্টটি খুবই গুরুত্বপূর্ণ। আশাকরি সবাই মনোযোগ সহকারে পড়বেন। এখান থেকে অধিকাংশ প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে। কারণ এই প্রশ্ন গুলো বেছে বেছে এখানে সাজানো হয়েছে। বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন দেখে দেখে প্রশ্ন গুলো আপনাদের জন্য এখানে দেয় হল।
আজকের বিষয় -- সাল ও তারিখ
১. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর :: ২৪ অক্টোবর, ১৯৪৫ সাল।
২. সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে ?? উত্তর ::১০ সেপ্টেম্বর, ২০০২।
৩. পূর্ব তিমুর আনুষ্ঠানিকভাবে কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?? উত্তর :: ২৭ সেপ্টেম্বর ২০০২।
৪. মন্টিনিগ্রো আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়?? উত্তর :: ২৮ জুন ২০০৬ ।
৫. কবে দক্ষিণ সুদান সর্বশেষ রাষ্ট্র হিসেবে জাতিসংঘের সদস্য হয় ?? উত্তর ::১১ ই জুলাই, ২০১১ ।
৬. এশিয়ান উন্নয়ন ব্যাংক লেনদেন শুরু করে কবে থেকে ?? উত্তর ::১৯৬৬ সালের নভেম্বর থেকে।
৭. হিজরি সাল গণনা শুরু হয় কবে থেকে ? উত্তর ::৬২২ সাল থেকে।
৮. হ্যালির ধুমকেতু আবার কবে দেখা যাবে ?? উত্তর ::২০৬২ সালে।
৯. Rotary International প্রতিষ্ঠিত হয়েছিল কবে ? ১৯০৫ সালে।
১০. কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) গঠিত হয় ১৯১১ সালে।
১১. ইউক্রেনের চেরনোবিলে ভয়বহ পারমাণবিক দৃর্ঘটনা ঘটে কবে ? উত্তর :: ১৯৮৬ সালে।
১২. নেলসন মেন্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন কবে? উত্তর ::১৯৯৪ সালে।
১৩. নেলসন মেন্ডেলাকে দক্ষিণ আফ্রিকার শেতাঙ্গ সরকার গ্রেফতার করে এবং মুক্তি দেয় যথাক্রমে -- ১০৬২ সালে এবং ১৯৯০ সালে।
১৪. আফ্রিকান ন্যাশনাল কংগেস প্রতিষ্ঠিত হয় কবে ? উত্তর :: ১৯১২ সালে।
১৫. বিশ্বে প্রথম পলিমার নোট চালু হয় কবে ? উত্তর :: ১৯৪১ সালে।
১৬. মাদার তেরেসা ভারতে আসেন কবে ? উত্তর :: ১৯২৯ সালে।
১৭. কোরিয় কত সালে বিভক্ত হয় ?? উত্তর ::১৯৪৮ সালে ।
১৮. বার্লিন দেয়াল তৈরি হয় কবে ? উত্তর ::১৯৬১ সালে।
১৯. সাবেক সোভিয়েত ইউনিয়ন কবে ভেঙে যায় ? উত্তর ::১৯৯১ সালে।
২০. মার্টিন লুথার কিং কবে নিহত হন ? উত্তর ::১৯৬৮ সালে।
২১. বিশ্বের প্রথম চলচিত্র কবে নির্মিত হয়?? উত্তর ::১৮৮৫ সালে।
২২. সুপাসনিক কনকর্ড প্রথম বারের মত আকাশে ওড়ে কবে ? উত্তর ::১৯৬৯ সালে।
২৩. আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কবে? উত্তর ::৪ জুলাই ১৭৭৬ সালে।
২৪. মিশরের সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কবে? উত্তর ::১৯৫৬ সালে।
২৫. তেনজিং ও হিলারী এভারেস্ট শৃঙ্গ বিজয় করেন ১৯৫৩ সালে।
২৬. প্রথম ক্লোন শিশু ইভ -এর জন্ম হয় কবে? উত্তর ::২৭ ডিসেম্বর, ২০০২ সালে।
২৭. ইরাকের বার্থ পার্টি গঠিত হয় - ১৯৬৮ সালে।
২৮. ইরাকের রাজধানী বাগদাদের পতন হয় - ৯ এপ্রিল, ২০০৩ সালে।
২৯. সাদ্দাম হোসেন গ্রেফতার হন কবে ? ১৩ ডিসেম্বর, ২০০৩ সালে।
৩০. সাদ্দাম হোসেনের ফাষি কার্যকর হয় কবে ? উত্তর :: ৩০ শে ডিসেম্বর ২০০৬ সালে।
৩১. রাশিয়ার কাছ থেকে যুক্তরাষ্ট্র ১৮৬৭ সালে আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করেছিল। যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য।
৩২. যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে ক্রয় করেছিল ফ্লোরিডা রাজ্য ১৮০৩ সালে।
৩৩. ইউরো টানেল চালু হয় ১৯৯৪ সালে।
৩৪. হিটলার জার্মানির চ্যান্সেলর হয় কবে ? ১৯৩৩ সালে।
৩৫. ইংল্যান্ডে ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয় কবে? ১২১৫ সালে।
36. ইসলামী উন্নয়ন ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শূরু হয় কত সালে? উত্তর :: ১৯৭৫ সালে।
৩৭. উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় ১৯৫০ সালে এবং শেষ হয় ১৯৫৩ সালে।
৩৮. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন কৃতদাস প্রথা বিলোপ করেন কবে? উত্তর ::১৮৬৩ সালে।
৩৯. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় কবে ? ১৯৮৮ সালে।
৪০. হংকং চীনের সাথে যুক্ত হয় কখন ? উত্তর ::১ জুলাই, ১৯৯৭ সালে।
৪১. বর্তমানে ইউরো মুদ্রা চালু আছে ১৭ টি দেশে।
৪২. প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেন খামেনের সমাধি আবিষ্কৃত হয় ১৯২২ সালে।
৪৩. নেপোলিয়ন মৃত্যু বরণ করেন ১৮২১ সালে।
৪৪. মিখাইল গর্ভাচেভ রাশিয়ার ক্ষমতায় এসেছিলেন ১৯৮৫ সালে।
৪৫. বর্তমানে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে বেশি বিক্রিত বই হ্যারি পটার, যা প্রথম প্রকাশিত হয় ১৯৯৭ সালে। 
৪৬. ইতালীয় নাগরিক কলম্বাস আমেরিকা আবিস্কার করেন কবে?  উত্তর ::১৪৯২ সালে।
৪৭. নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল কবে ? উত্তর ::১৯৫১।
৪৮. গুড ফ্রাইডে চুক্তি হয় কখন ? উত্তর ::১০ এপ্রিল ১৯৫৮ সালে।
৪৯. গোলান মালভূমি অবস্থিত সিরিয়ায় ও ইসরায়েলের মধ্যে- যা ইসরাইল ১৯৬৭ সালে দখল করেছিল।
৫০. এমনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর ::১৯৬১ সালে।
৫১. এমনেস্টি ইন্টারন্যাশনাল শান্তিতে নোবেল পায় কত সালে? ১৯৭৭ সালে।
৫২. এমনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়? উত্তর :: লন্ডনে।
৫৩. ১৯৮০ সালে সার্ক গঠনের উদ্যোগ গ্রহণ করেন  জিয়উর রহমান এবং ১০৮১ সালে সার্ক গঠন সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় শ্রীলংকার কলম্বতে। সার্কের প্রথম সম্মেলন হয় ঢাকায় ১০৮৫ সালে।
৫৪. ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ওয়াসিংটন ডিসি।
৫৫. ব্রিটেন উডস সম্মেলন সফল-ইন্টার ন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ) ও ওর্য়াল্ড ব্যাংক।
৫৬. ভারত ১০৭৪ সালে - প্রথম পারমানবিক বিস্ফোরন ঘটায়।
৫৭. আব্রাহাম লিংকন নিহত হন -১৮৬৫ সালে।
৫৮. ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয় ১৯৭৮ সালে।
৫৯. ইরাক কুয়েত দখল করে ২ আগস্ট, ১৯৯০ সালে।
৬০. ইউরো মুদ্রার জনক ম্যান্ডেল।
৬১. বর্তমানে ইউরো মুদ্রা চালু আছে ১৭টি দেশে।
৬২. ১৯৮১ সালে মাহাথির মোহাম্মদ ক্ষমতায় আসেন এবং দীর্ঘ একটানা ২২ বছর ক্ষমতায় থাকার পর ৩১ অক্টোবর, ২০০৩ সালে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন। তার জন্ম ১৯২৫ সালে।
৬৩. ভারতের লোকসভা গঠিত হয় - ১৯৫০ সালে ২৬শে জানুয়ারী। এর সদস্য সংখ্যা ৫৪৫। এর মধ্য নির্বচিত আসন ৫৪৩ এবং ২টি সংরক্ষিত।
৬৪. কুয়েতের আমীর শেখ জাবের আল আহম্মেদ আল জাবির আল সাবাহ ক্ষমতায় আসেন - ১৯৭৭ সালের ৩১ শে ডিসেম্বর। তিনি মারা যান ২০০৪ সালে।
৬৫. দি ক্ল্যাস আব সিভিলােইজেশন (The Clash of Civilization) গ্রন্থের লেখক - স্যামুয়েল হান্টিংটন, ১৯৯৬ সালে প্রকাশিত হয়।
৬৬. জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় -১৯৪৯ সালের ১২ আগস্ট। এতে যুদ্ধ বন্ধি সম্পর্কিত ৪টি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।
৬৭. ১৯৫৭ সালের ২৫শে মার্চ রোমে স্বক্ষরিত চুক্তি অনুযায়ী ১৯৫৮ সালে ১ লা জানুয়ারী আত্মপ্রকাশ করে EEC. ১লা জানুয়ারী, ১৯৯৩ সালে EU নাম ধারণ করে। এর সদর দপ্তর ব্রাসেলস। (বেলজিয়াম ) এবং একক মুদ্রা হিসেবে EU চালু হয় ১লা জানুয়ারী, ১৯৯৯ সালে।
৬৮. ওলন্দাজরা ভারতে আসে- ১৬০২ সালে।
৬৯. পর্তুগীজরা ভারতে ১৫১০ সালে।
৭০. পি. এল . ও আরব লীগের পূণাঙ্গ সদস্য পদ লাভ করে - ১৯৯৬ সালে।
৭১. IDB প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালে। আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করে ১৯৭৫ সালের ২০ অক্টোবর। বিনা সুদে ঋণ দেয়া এর প্রধান কাজ। এর সদর দপ্তর জেদ্দা।
৭২. জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয় - ২০ জুলাই ১৯৫৪ সালে।
৭৩. মায়ানমারে সামরিক শাসন চালু হয় ১৯৬২ সালে।
৭৪. রাজীব গান্ধী নিহত হন ১৯৯১ সালে।
৭৫. মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত ”মিশনারী আব চ্যারিটি” প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালে।
৭৬. মাদার তেরেসা শান্তির জন্য নোবেল পুরষ্কার পান ১৯৭৯ সালে।
৭৭. বিশ্বে প্রথম ডেঙ্গু জ্বর দেখা দেয় ১৭৭৯ সালে।
৭৮. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ১৯১২ সালে।
৭৯. আমেরিকায় অর্থনৈতিক মহ মন্দা দেখা দিয়েছিল ১৯২৯ সালে।
৮০. এ পর্যন্ত মোট কতবার আরব -ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় চারবার ।(১৯৪৮, ১৯৫৬, ১৯৬৭, ১৯৭৩)

সাধরাণ জ্ঞানের উপর আরও কিছু প্রশ্ন আছে যা পরবর্তী পোষ্টে পাবলিশ করা হবে। আশাকরি সবাই পড়বেন। সবার জন্য রইল শুভ কামনা।

No comments:

Post a Comment