Responsive Ads Here

Wednesday, February 6, 2019

Tense/present perfect Tense/Presenst perfect continuous Tense

Present Perfect Tense ::
Present perfect Tense কাকে বলে ??
উত্তর :: কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে (অপ্রকাশিত), এরুপ বোঝালে Present Perfect Tense হয়।
বাংলায় চেনার উপায় ::
বাংলা ক্রিয়ার শেষে য়াছ, য়াছে, য়াছি, য়াছেন, য়েছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই, বোঝালে Present Perfect Tense হয়।
Structure :: Subject + Have/Has + Past Participle + Object.
বিশেষ দ্রষ্টব্য :: Subject - এর পর Person ও Number অনুসারে Have / has বসে। এবং মূল Verb এর Past Participle Form ব্যবহৃত হয়।
Example ::
1. আমি ভাত খেয়েছি -- I have eaten rice.
2. সে এই মাত্র ঢাকা থেকে এসেছ -- He has come from Dhaka just now.
3. রীনা একটি গান গেয়েছে -- Rina has sung a song.
4. তাহারা মাঠে ফুটবল খেলেছে -- They have played football in the field.
5. তানিয়া একটি ছবি এঁকেছে -- Tania has drawn a picture.
6. করিম সাহেবে এসেছেন -- Mr. Karim has come.
7. সে এইমাত্র ফুটবল খেলিয়াছে -- He has just played football.

Note :: Subject third person singular number (he, she, it বা কোনো ব্যক্তির নাম, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has বসবে। I, we, you they এবং অন্যসব plural subject এর শেষে have বসবে।

Present Perfect Continuous Tense ::
কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরুপ বোঝালে Present Perfect Continuous Tense হয়।
বাংলায় চেনার উপায় ::
বাংলায় ক্রিয়ার শেষে তেছ, তেছি, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন ছ, ছি, ছে, ছেন ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে।
Structure :: Subject + have been / has been + main verb _ ing + since / from / for object.
Subject এর পর Person ও Number  অনুসারে have been বা has been  বসে এবং মূল Verb এর শেষে ing যোগ হয়।
উদাহরণ ::
1. তানিয়া সকাল থেকে পড়িতেছে -- Tania has been reading since morning.
2. রিনা দুই ঘন্টা যাবৎ পড়িতেছে --  Rina has been reading for two hours.
3. তাহারা অাধা ঘন্টা যাবৎ খেলিতেছে -- They have been playing for half an hour hours.
4. আমি দুপুর থেকে মাছ ধরিতেছি -- I have been catching fish since from the noon.
5. মেয়েগুলি এক ঘন্টা যাবৎ সাঁতার কাটিতেছে -- They girls has been swimming for an hour.
6. বালিকাটি বিশ মিনিট যাবৎ গান গাইতেছে --The girl has been singing for twenty minutes.
7. আমি তিন বছর যাবৎ এই কলেজে পড়িতেছি -- I have been reading in this college for three years.
8. মা এক ঘন্টা যাবৎ রান্না করিতেছে -- Mother has been cooking for an hour.
9. মনির তিন বছর যাবৎ এখানে বাস করিতেছেন -- Monir has been living here for three years.
10. সে চার ঘন্টা যাবৎ কাজ করিতেছে -- He has been working for four hours.
Note :: Subject third person singular number ()he, she, it কোনো ব্যক্তি বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has been বসবে।

No comments:

Post a Comment