Responsive Ads Here

Friday, February 8, 2019

Interview Question Bangla

প্রিয় চাকরী প্রত্যাশী ভাই ও বোনেরা, স্বাগতম আজকের আলোচনায়। আজকের আলোচনা খুব গুরুত্ব পূর্ন একটি বিষয়। কারণ অনেক কষ্ট করে লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করে পাস করে ভাইবা পরীক্ষার সম্মুখীন হতে হয়। কিন্তু এখানেই আরেক সমস্যা। যত সব উল্টা পাল্টা প্রশ্ন। অনেকেই হয়ত এই সব উদ্ভট প্রশ্নের জবাব দিয়ে চাকরী নামের সোনার হরিণ টাকে ছিনিয়ে আনতে পারেন আবার অনেকেই হয়ত পারেন না ইন্টারভিউ বোর্ডের অনকাঙ্খিত সব প্রশ্নের জবাব দিয়ে উতরে যেতে। 

তবে আপনি যদি আগে থেকেই এই সব আই কিউ জাতীয় প্রশ্ন চর্চা করেন তা হলে হয়ত অনেক ভাল ভাবেই সফল হতে পারেন ভাইবা পরীক্ষায়। তাই চলুন আজকে জেনে নিই ইন্টারভিউ বোর্ডের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। 
১. প্রশ্ন :: চীনের মানুষ জাপানের মানুষের থেকে বেশি খায় কেনো ?
উত্তর :: কারণ জাপানের জনসংখ্যা থেকে চীনের জনসংখ্যা অনেক বেশি।

২. প্রশ্ন :: এভারেস্ট আবিষ্কার হওয়ার আগে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ কি ছিল ??
উত্তর :: এভারেস্টই ছিল। শুধু তখন আবিষ্কার হয়নি।

৩. প্রশ্ন :: মেয়েদের কোন অঙ্গটি আমরা খেতে পারি??
উত্তর :: লেডি ফিঙ্গার !!! কারণ লেডি শব্দ টা থাকলেও লেডি ফিঙ্গার মানে তো ঢ্যাঁড়শ।

৪. প্রশ্ন :: পাশাপাশি তিনটি ঘর আছে, তার মধ্যে আপনাকে ঢুকতে হবে। প্রথম ঘরের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে। দ্বিতীয় ঘরে বন্দুক হাতে অপেক্ষা করছে এক দল হিংস্র ডাকাত। আর তৃতীয় ঘরে আছে পাঁটা সিংহ যারা তিন বছর ধরে কিছুই খায়নি। তাহলে এবার বলেন কোন ঘরটা আপনার জন্য নিরাপদ ??
উত্তর :: তৃতীয় ঘরটিই আমার জন্য নিরাপদ কারণ তিন বছর না খেতে পেরে সিংহ তিনটি এখন আর নিশ্চই বেঁচে নেই।

৫. প্রশ্ন :: একটি মুরগীর ডিম পাকা ঘরের কংক্রিটের মেঝেতে ফেলা হলো কিন্তু ভাঙল না । কেনো ??
উত্তর :: কংক্রিটের মেঝে এতোটাই মজবুত যে সামান্য ডিমের আঘাতে ভাঙবে না।

৬. প্রশ্ন :: কোন মাসে একজন পূর্ণ বয়স্ক মানুষ সবচেয়ে কম ঘুমায়??
উত্তর :: ফেব্রুয়ারি মাস কারণ এই মাসের দিন সব চেয়ে কম। 

৭. প্রশ্ন :: এমন একটি জিনিসের নাম বলুন যা আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না ।।।
উত্তর :: খাওয়ার প্লেট যা খাওয়ার জন্য কিনি কিন্তু কখনই তা খাই না।
প্রিয় বন্ধুরা এরকম আরও আনকমন প্রশ্ন পেতে সংগে থাকুন।

আপনি কি মজার মজার ভিডিও দেখতে চান ?? তাহলে ঘুরে আসুন এখান থেকে।

No comments:

Post a Comment