Responsive Ads Here

Thursday, February 7, 2019

বাংলাদেশের মাছ পরিচিতি

প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হলো মাছ। বাংলাদেশ একটি নদীর দেশ। এদেশের প্রাণই হেলো নদী, খাল, বিল পুকুর ছোট বড় ডোবা। আর আছে সুবিশাল জলরাশি অর্থাৎ আমাদের বঙ্গপোসাগর। এইসব জলরাশি ভরা অসংখ্য মাছ। আজ আমাদের সেই সব ছোট বড় মাছের নাম জানব।

1.  Hilsha Fish-- ইলিশ মাছ।
2. Shrimp Fish -- চিংড়ি মাছ।
3. Salmon Fish -- রুই মাছ।
4. Tarpon Fish -- তেলাপিয়া মাছ।
5. Troul Fish-- মৃগেল মাছ।
6. Whale Fish --তিমি মাছ।
7. Pomfret Fish --- রুপ চাঁদা মাছ।
8. Lobstar Fish --- গলদা চিংড়ি।
9. Prawn Fish -- বাগদা চিংড়ি মাছ।
10. Barbel Fish -- শিং মাছ।
11.Catfish Fish -- মাগুর মাছ।
12. Eel Fish -- কুচে মাছ।
13. CARP Fish -- কাতলা মাছ।
14. Halibut Fish -- পাঙ্গাস মাছ।
15. Sheet Fish -- বোয়াল মাছ।
16. Flat Fish -- চিতল মাছ।
 আজকের আর বলব না। প্রিয় বন্ধুরা, মাছ মারতে বা ধরতে কে না পছন্দ করে। এখন মাছ ধরার একটি অসাধারণ ভিডিও দিলাম আপনাদের জন্য। ভিডিওতে দেখবেন কিভাবে গ্রাম বাংলার মানুষজন হাত দিয়ে জ্যান্ত জ্যান্ত মাছ ধরছে। 
সত্যি বলছি আপনি যদি সম্পূর্ন ভিডিও টি দেখেন তাহলে আপনি মুগ্ধ হয়ে যাবেন।
#Fish_Catching

           

No comments:

Post a Comment