Responsive Ads Here

Friday, February 1, 2019

Tense

প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের বিষয় হলো Tense. আমরা অনেকেই জানি Tense কে ইংরেজী ভাষার জনক বলা হয়। কারন ইংরেজী ভাষার সব ক্ষেত্রে Tense এর বিচরণ অর্থাৎ Tense ছাড়া ইংরেজীতে কোনো বাক্য গঠিত হয় না। তাই প্রিয় শিক্ষার্থী ভাই বোন দের কাছে বিশেষ অনুরোধ পুরো বিষয়টা ভাল করে পড়ার জন্য।
সেই বিষয়টা ভেবেই আপনাদের জন্য আজকের এই আলোচনা।
Tense বা কাল
প্রশ্ন :: Tense বা কাল কাকে বলে ?
উত্তর :: ক্রিয়ার কাল কে Tense বলা হয় অর্থাৎ কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে Tense বা কাল বলে। Tense সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত বা ভবিষৎ হতে পারে।
উদাহরণ ::
1. I eat rice. (Present Tense) আমি ভাত খাই। -- বর্তমান সময়কে নির্দেশ করে।
2. I ate rice. (Past Tense) আমি ভাত খেয়েছিলাম । -- অতীত সময়কে নির্দেশ করে।
3. I will eat rice. (Future Tense) আমি ভাত খাবো । ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে।
এখানে উপরের বাক্য গুলোতে যথাক্রমে বর্তমান কাল, অতীত কাল ও ভবিষ্যৎ কালের কাজের কথা প্রকাশ করে। সুতরাং বাক্যগুলো পড়ে সহজেই অনুমান করা যায় কাজের সময় দিয়েই Tense চেনা যায়।
Tense এর প্রকারভেদ ::
Tense কে তিন ভাগে ভাগ করা হয়।
1. Present Tense -- বর্তমান কাল। -- যে Tense দ্বারা বর্তমানে কোনো কাজ হওয়া বুঝায় তাকে Present Tense বলে।
2. Past Tense -- অতীত কাল । -- যে Tense দ্বারা অতীতে কোনো কাজ হয়েছিল বুঝায় তাকে Past Tense বলে।
3. Future Tense -- ভবিষ্যৎ কাল। -- যে Tense দ্বারা ভবিষ্যতে কোনো হবে বুঝায় তাকে Future Tense বলে।
প্রত্যেকটি Tense কে আবার চার ভাগে ভাগ করা হয়।
1. Present Indefinite Tense. -- সাধরাণ বর্তমান কাল।
2. Present Continuous Tense. -- ঘটমান বর্তমান কাল।
3. Present perfect Tense. -- পুরাঘটিত বর্তমান কাল।
4. Present Perfect Continuous Tense.  -- পুরাঘটিত ঘটমান বর্তমান কাল।
এবার আসা যাক প্রত্যেক টা Tense খুজেঁ বের করা যায় কিভাবে সেই বিষয়ের আলোচনায়। প্রত্যেক টা Tense এর সংগা ও চেনার উপায় শিখলে খুব সহজে একটি বাক্য কোন Tense তা খুব সহজে নির্ণয় করা যাবে।
Present Indefinite Tense কাকে বলে ??
উত্তর :: যে সব Verb বা ক্রিয়া দ্বারা বর্তমানে কোনো কাজ হয় এরুপ বোঝায় বা অভ্যাসগত সত্য বোঝায় বা চিরন্তন সত্য বোঝায় সেই সমস্ত Verb বা ক্রিয়ার কাজ কে Present Indefinite Tense বলে।
বাংলায় চেনার উপায় :: বাংলা ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, আন, আয় ইত্যাদি থাকে।
কিছু কিছু শব্দ আছে যে গুলো দেখেই Present Indefinite Tense খুব সহজে চেনা যায়। যেমন -- Always (সর্বদা), Regularly (নিয়মিত), Sometimes (মাঝেমাঝে), Often (প্রায়ই, খুবই নিয়মিত), Generally (সাধারণত), Daily (দৈনিক), Everyday (প্রতিদিন), Occasionally (মাঝে মাঝে, নিয়মিত নয়), Usually (সাধারণত), Normally (সাধারণত) ইত্যাদি শব্দগুলো কোনো বাক্যে থাকলে তা Present Indefinite Tense হবে।
Structure :: গঠন প্রণালী :: Subject + Verb এর Base Form + Object.
[মূল Verb এর Present Form ব্যবহৃত হয়। তবে Subject Third Person Singular Number হলে মূল Verb - এর শেষে s বা es যোগ করতে হয়। ]
উদাহরণ ::
1. আমি স্কুলে যাই। -- I go to school.
2. সুমি ভাত খাই। -- Sumi eats rice.
3. তানিয় বই পড়ে। -- Tanya reads the book.
4. মিনা প্রতিদিন স্কুলে যায়। Mina goes to school every day.
5. রহমান সাহেব সদা সত্য কথা বলে। -- Mr. Rahman speaks truth always.
6. মীনা প্রতিদিন সকালে ইংরেজী পড়ে। -- Mina reads English every morning.
7. সূর্য পূর্বদিকে উদিত হয়। The sun rises in the East.
8. পৃথিবী গোলাকার। The earth is round.
মনে রেখো ::
1. I, We, Our, Us, Me, My, Mine -- First Person.
2. You, Your, Yours -- Second Person.
3. He, She, It, They, Karim, Bird, Cow, Boy, Girl, The Farmer -- Third Person.

Present Continuous Tense :: (ঘটমান বর্তমান কাল)
যে Verb দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরুপ বোঝালে Present Continuous Tense হয়।
বাংলায় চেনার উপায় ::
বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছে, তেছেন ইত্যাদি থাকে।
গঠন প্রণালী :: Subject + Be Verb (am/is/are যা Subject এর Number ও Person অনুযায়ী বসবে) + মূল Verb এর সাথে  ing যুক্ত হয়ে বসবে।
উদাহরণ ::
1. আমি ভাত খাইতেছি -- I am eating rice.
2. মিনা স্কুলে যাইতেছে -- Mina is going to school.
3. বালকেরা মাঠে খেলিতেছে -- The boys are playing in the field.
4. আয়েশা বই পড়িতেছে -- Ayesha is reading a book.
5. রাখাল মাঠে কাজ করিতেছে -- Rakhal is doing work in the field.
6. ছেলেটি ঘুড়ি উড়াইতেছে -- The boy is flying kite.
7. তানিয়া গান গাইতেছে -- Tanya is singing a song.
8. ফারিয়া ভাত রান্না করিতেছে -- Faria is cooking rice.
9. আমি আজ রাতে ঢাকা যাব -- I am going to Dhaka tonight. [ Near Future বা নিকট ভবিষ্যৎ]
10 আপনি কি আজ সকালে সভায় আসেছেন ?? -- Are you coming to the meeting this morning ?? [ Near Future নিকট ভবিষ্যৎ]
Note :: I  এর পর am বসবে। He, she, it এবং অন্য সব third person singular number এর পর is বসবে।
We, you, they, এবং Plural Subject এর শেষে are বসে।

No comments:

Post a Comment