Responsive Ads Here

Monday, January 18, 2016

সাধারন চাকরির পরীক্ষার জন্য লেখাপড়া সাধারণ জ্ঞান


প্রশ্ন :: “আমি বীরাঙ্গনা বলছি” প্রবন্ধটির লেখক কে ??
উত্তর :: ড. নীলিমা ইব্রাহিম।
প্রশ্ন :: রাশিয়ার বিমান সংস্থার নাম কি??
উত্তর :: এরোফ্লোঁ ।
প্রশ্ন :: ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায় ??
উত্তর :: ব্যাপন প্রক্রিয়ায়।।
প্রশ্ন :: ”ক্রীতদাসের হাসি”  উপন্যাসের রচয়িতা কে ??
উত্তর :: শওকত ওসমান।। 
প্রশ্ন :: বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত তারিখে??
উত্তর :: ১৬ই ডিসেম্বর, ১৯৭২ সালে।।
 প্রশ্ন :: বিশ্বের গভীরতম খাল কোনটি??
উত্তর :: পানামা খাল।।
প্রশ্ন :: সম্প্রতি মানব দেহে ছড়িয়ে পড়া ভাইরাসের নাম কি??
উত্তর :: নিপা ভাইরাস।।
প্রশ্ন :: বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি??
উত্তর :: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েসন আব বাংলাদেশ।।
প্রশ্ন :: বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত ??
উত্তর :: ভাটিয়ারি, চট্টগ্রাম।।
প্রশ্ন :: বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত ??
উত্তর :: পতেঙ্গা, চট্টগ্রাম।।
প্রশ্ন :: বাংলাদেশ এয়ারফোর্স একডেমি কোথায় অবস্থিত ??
উত্তর :: যশোর ।।
প্রশ্ন :: বিশ্বের দীর্ঘতম সেতুর নাম কি??
উত্তর :: কিংদাও হাইওয়ান সেতু, চীন। (৪২.৫৮ কিলোমিটার)
প্রশ্ন সর্বপ্রথম কাঠের কুরআন শরীফ তৈরি করেন??
উত্তর :: শিল্পী মহসেন ফুলাদি (ইরান)
প্রশ্ন :: ২০১১ সালের জানুয়ারীতে দ্বিতীয় ব্যক্তি হিসেবে কার কন্ঠে স্বরযন্ত্র স্থাপন করা হয়??
উত্তর :: ব্রেন্ডা জেনসন (ইউ এস এ/ USA)। (প্রথম ব্যক্তি হলেন - টিমোথি হিয়েডলার)
 

প্রশ্ন ;- বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর ;- ভাটিয়ারি,চট্টগ্রাম
প্রশ্ন ;- বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর ;- পতেঙ্গা,চট্টগ্রাম
প্রশ্ন ;-বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর ;- যশোর
প্রশ্ন ;- বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি ?
উত্তর ;- কিংদাও হাইওয়ান সেতু,চীন(৪২.৫৮ কি.মি.)
প্রশ্ন ;- বিশ্বের সর্বপ্রথম কাঠের কুরআন শরীফ কে তৈরী করেন
উত্তর ;- শিল্পী মহসেন ফুলাদি (ইরান)
প্রশ্ন ;- ২০১১ সালের জানুয়ারীতে দ্বিতীয় ব্যক্তি হিসাবে কার কন্ঠে স্বরযন্ত্র স্হাপন রা হয় ?
উত্তর ;- ব্রেন্ডা জেনসন (USA) (১ম- টিমোথি হিয়েডলার )
প্রশ্ন ;- ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর ;- কাজাখস্তান (২য় কানাডা)
প্রশ্ন : থ্রি-টাইগারস বলতে কোন কোন দেশকে বোঝায়?
উত্তর : জাপান, জার্মানি ও ইতালি।
প্রশ্ন : বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৫২ সালে।
প্রশ্ন : পৃথিবী তৈরির প্রধান উপাদান কী?
উত্তর :অ্যালুমিনিয়াম।
প্রশ্ন : ‘দারিদ্র্য কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্গত?
উত্তর : সিন্ধু হিন্দোল কাব্যের।
প্রশ্ন : যে সব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অসমান,তাদের কী বলা হয়?
উত্তর : Isotone
প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম জীবনীকাব্য কাকে অবলম্বন করে রচিত হয়?
উত্তর :শ্রীচৈতন্যদেবকে।
প্রশ্ন : পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
উত্তর : ২ ডিসেম্বর, ১৯৯৭।
প্রশ্ন : হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী ছিল?
উত্তর :গেস্টাপো।
প্রশ্ন : ২০১২ সালের ‘বিশ্ব শিশু পরিস্থিতিপ্রতি বেদনের তথ্য অনুসারে,বিশ্বে মেগাসিটির সংখ্যা কয়টি?
উত্তর :২১টি।
প্রশ্ন : সাধারণত কোন সময়ে মঙ্গা দেখা দেয়?
উত্তর :ভাদ্র- আশ্বিন-ক¬র্তিক মাসে।
প্রশ্ন : উড পেন্সিলের সিস তৈরি হয় কী দিয়ে?
উত্তর : গ্রাফাইট।
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
উত্তর : বঙ্গভাষা সাহিত্য
প্রশ্ন : বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর : ১৩৬তম
প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের নাম কী?
উত্তর : অ্যাক্টভর্ঁা
প্রশ্ন : রেকটিফাইড স্পিরিট হলো_
উত্তর : ৯৫% ইথাইল অ্যালকোহল + % পানি
প্রশ্ন : রিকেটস হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর : ভিটামিন ডি
প্রশ্ন : ‘সুপার নোভা আসলে কী?
উত্তর : মৃত তারকা
প্রশ্ন : বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী?
উত্তর : বনফুল
প্রশ্ন : বাংলাদেশ সিটিবিটি অনুমোদনকারী কততম দেশ?
উত্তর : ২৮তম
প্রশ্ন : বিবিসি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯২২ সালে
প্রশ্ন : বিশ্ব জীববৈচিত্র্য দিবস কত তারিখে?
উত্তর : ২২ মে
প্রশ্ন : প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে প্রতিষ্ঠান দায়িত্ব পালন করে তার নাম কী?
উত্তর : ডিপিই


Saturday, January 16, 2016

Father of English Literature


Hello dear learners, welcome to my next important post for you. This is really an important for every one. This is about The father of English Literature. I think always a question has come to any job examination. So we should to remember the name of the father of the English Literature. So let we know that.
1. Father of English Poetry -- Chaucer
2. Father of English Prose -- Jhon Wycliffe
3. Father of Historical Criticism  -- William of Newburry.
4. Father of English Criticism -- Jhon Dryden.
5. Father of English Novel -- Henry Fielding.
6. Father of English Essay -- Francis Bacon.
7. Father of Romanticism -- Coleridge & Wordsworth.
8. Father of English Tragedy -- Christopher Marlowe.
9. Father of English Comedy Writer -- Nicholas Udall.
10. Father of English Mystery Play -- Edger Allen Poe.
11. Father of English One Act Play -- Samuel Jhonson.

Tuesday, January 12, 2016

সাধারণ জ্ঞান

১।সর্ব কনিষ্ঠ নোবেল বিজয়ী কে?
Ans : মালালা ইউসুফজাই
২। বিশ্বের মোট জনসংখ্যা কত?
Ans : ৭২৪ কোটি
৩। ভারতের ২১ তম এবং দ্বিতীয়
নারী স্পীকার কে?
Ans : সুমিত্রা মহাজন
৪। ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্র ীর
নাম
কি?
Ans : সুষমা সরাজ
৫। বিশ্বের প্রথম অনলাইন ভিত্তিক
ই-
কমার্স সাইটের নাম কি?
Ans : আলিবাবা
৬।ফেসবুক ব্যবহারের শীর্ষ দেশ
কোনটি?
Ans : যুক্তরাষ্ট্র
৭। ফেসবুক ব্যবহারের দ্বিতীয় দেশ
কোনটি?
Ans : ভারত
৮। সড়ক দুর্ঘটনার হার কোন
দেশে সবচেয়ে বেশি?
Ans : ডোমিনিকান প্রজাতন্ত্র
৯। সর্বাধিক জন্মহারের দেশ কোনটি?
Ans : ওমান
১০। বর্তমান মন্ত্রীসভায়
প্রধানমন্ত্রীসহ
পূর্ণ মন্ত্রী কতজন?
Ans : ৩০ জন'
১১। দ্বাদশ এশিয়া কাপ
ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
Ans : শ্রীলংকা
১২। বাংলাদেশে মালদ্বীপের
দূতাবাস বন্ধ
করে দেয়া হয় কবে?
Ans : ৩১ মার্চ, ২০১৪
১৩। ওয়ানডে ক্রিকেটে দুটি ডাবল
সেঞ্চুরী করা একমাত্র ব্যাটসম্যান
কে?
Ans : রোহিত শর্মা - ভারত
১৪।সার্কভুক্ত দেশে শিক্ষার হার
সর্বোচ্চ
কোন দেশে?
Ans : মালদ্বীপ
(সংগৃহীত)

English Literature

Literature 
1. Old Man and the Sea - Novel - Earnest Hemingway.
2. Hard Times - Novel - Charles Dickens.
3. Anna Karenina - Novel - Leo Tolstoy.
4. Middle March - Novel - George Eliot.
5. Fairie Queene - Poem - Edmund Spenser.
6. Eassy of Man - Poem - Alexander Pope.
7. Murder in Cathedral - play - T. S. Eliot.
8. Ceasar and Cleopatra - Play - G.B.Shaw.
9. Man and Superman - Comedy - G.B.Shaw.
10. Idylls of the king - Verse - Alfred Tennyson.
11. Isabella - Long verse - John Keats.
12. Illiad - Epic - Homer.
13. Merchant of Venice - Comedy - William Shakespeare.
14. Das Capital - Theory - Karl Marx.

সাধারণ জ্ঞান এক নজরে বিভিন্ন দিবস

বিশ্ব রেডক্রস দিবস- ৮ মে
আন্তর্জাতিক থ্যালাসেনিয়া দিবস- ৮ মে
আন্তর্জাতিক সেবিকা দিবস- ১২ মে
আন্তর্জাতিক পরিবার দিবস- ১৫ মে
বিশ্ব টেলিযোগাযোগ দিবস- ১৭ মে
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস- ১৭ মে
বিশ্ব জীববৈচিত্র্য দিবস- ২২ মে
বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস- ২৮ মে
বিশ্ব ধূমপান বর্জন দিবস- ৩১ মে
বিশ্ব মা দিবস- মে মাসের দ্বিতীয় রবিবার
বিশ্ব পরিবেশ দিবস- ০৫ জুন
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস- ১২ জুন
বিশ্ব রক্তদাতা দিবস- ১৪ জুন
বিশ্ব জনসংখ্যা দিবস- ২ জানুয়ারি
বিশ্ব শিশু ক্যান্সার দিবস- ২৫ জানুয়ারি
আন্তর্জাতিক শুল্ক দিবস- ২৬ জানুয়ারি
বিশ্ব জলাভূমি দিবস- ২ ফেব্রুয়ারী
বিশ্ব ক্যান্সার দিবস- ৪ ফেব্রুয়ারী
বিশ্ব ভালোবাসা দিবস- ১৪ ফেব্রুয়ারী
বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস- ২০ ফেব্রুয়ারী
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারী
বিশ্ব স্কাউট দিবস- ২২ ফেব্রুয়ারী
আল কুদস দিবস- ২৪ ফেব্রুয়ারী
আন্তর্জাতিক নারী দিবস- ৮ মার্চ
বিশ্ব কিডনি দিবস- ৯ মার্চ
বিশ্ব ক্রেতা দিবস- ১৫ মার্চ
বিশ্ব বন দিবস- ২১ মার্চ
আন্তর্জাতিক বর্ণবৈষম্য দিবস- ২১ মার্চ
বিশ্ব কবিতা দিবস- ২১ মার্চ
বিশ্ব পানি দিবস- ২২ মার্চ
বিশ্ব আবহাওয়া দিবস- ২৩ মার্চ
বিশ্ব যক্ষ্মা দিবস- ২৪ মার্চ
বিশ্ব নাট্য দিবস- ২৭ মার্চ
কমনওয়েলথ দিবস- মার্চ মাসের দ্বিতীয় সোমবার
বিশ্ব স্বাস্থ্য দিবস- ০৭ এপ্রিল
বিশ্ব হিমোফেলিয়া দিবস- ১৭ এপ্রিল
বিশ্ব যুবসেবা দিবস- ২১ এপ্রিল
বিশ্ব ধরিত্রী দিবস- ২২ এপ্রিল
বিশ্ব মেধা সম্পদ দিবস- ২৬ এপ্রিল
বিশ্ব শিশু দিবস- ২৭ এপ্রিল
আন্তর্জাতিক নৃত্য দিবস- ২৯ এপ্রিল
মে দিবস (শ্রমিক দিবস)- ০১ মে
বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস- ০৩ মে
(সফটওয়ার স্বাধীনতা দিবস)
বিশ্ব ন্যায্য বাণিজ্য দিবস- ০৪ মে
বিশ্ব হাঁপানি দিবস- ০৪ মে
বিশ্ব আলোকচিত্র দিবস- ১৯ আগষ্ট
আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস- আগষ্ট মাসের প্রথম রবিবার
বিশ্ব স্বাক্ষরতা দিবস- ৮ সেপ্টেম্বর
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস- ১০ সেপ্টেম্বর
বিশ্ব গণতন্ত্র দিবস- ১৫ সেপ্টেম্বর
বিশ্ব মরুময়তা দিবস- ১৭ জুন
আন্তর্জাতিক উদ্বাস্তু দিবস- ১৯ জুন
বিশ্ব শরণার্থী দিবস- ২০ জুন
আন্তর্জাতিক অলিম্পিক দিবস- ২৩ জুন
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস- ২৬ জুন
বিশ্ব বাবা দিবস- জুন মাসের দ্বিতীয় রবিবার
আন্তর্জাতিক সমবায় দিবস- ০১ জুলাই
বিশ্ব জনসংখ্যা দিবস- ১১ জুলাই
বিশ্ব মাতৃদুগ্ধ দিবস- ১ আগষ্ট
হিরোশিমা দিবস- ৬ আগষ্ট
নাগাসাকি দিবস- ৯ আগষ্ট
বিশ্ব আদিবাসী দিবস- ৯ আগষ্ট
আন্তর্জাতিক যুব দিবস- ১২ আগষ্ট

সাধারণ জ্ঞান বাংলা

1.‘সাহিত্য সম্রাট’ কাকে বলা হয় ?
উঃ বষ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
2.কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি ?
উঃ রায়গুণাকর।
3. ‘কবিকষ্কণ’ কার উপাধি ?
উঃ মুকুন্দরাম চক্রবর্তী।
4. ‘রায় গুণাকর’ কার কাব্য উপাধি ?
উঃ ভারতচন্দ্র।
5.জীবনানন্দ দাশ প্রধানত ?
উঃ প্রকৃতির কবি।
6. বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’
হিসাবে পরিচিত ?
উঃ গোবিন্দ্রচন্দ্র দাস।
7. কোন গ্রন্থটি মোহাম্মদ আকরাম খা
রচিত ?
উঃ সমাজ ও সমাধান।
8.বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি ?
উঃ বেগম সুফিয়া কামাল।
9.আকরাম খা রচিত ‘মোস্তফা চরিত’
গ্রন্থটি ?
উঃ সীরাত গ্রন্থ।
10.বাংলাদেশের নারী শিক্ষার
প্রসারে কে অগ্রদূত ?
উঃ বেগম রোকেয়া সাখাওয়াত।
11.বাংলা সাহিত্যে ‘সাহিত্য বিশারদ’
কার উপাধি ?
উঃ আবদুল করিমের।
12. বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের
জাদুকর’ বলা হয় ?
উঃ সত্যেন্দ্রনাথ দত্ত।
13. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’
বলা হয় কাকে ?
উঃ বিহারী লাল চক্রবর্তী।
14.অপরাজেয় কথাশিল্পী কার ছন্মনাম ?
উঃ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়।
15. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা
বিভাগ খোলা হয় ?
উঃ ১৮০১ সালে।
16.বাংলা ভাষার প্রথম সার্থক
ঔপন্যাসিক কে ?
উঃ বষ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
17. কাকে বাংলা গদ্যের জনক বলা হয় ?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
18. বাংলাদেশের জাতীয় কবি কে ?
উঃ কাজী নজরুল ইসলাম।
19. ‘দত্তকুলোদ্ভব’ কবি কে ?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
20. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম
বিদ্রোহী কবি ?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
21. ‘পল্লীকবি’ উপাধি হলো ?
উঃ জসীমউদ্দীন।
22.‘মরমী কবি’ কাকে বলা হয় ?
উঃ হাসন রাজা।
23.বাংলাদেশে ইসলামী রেনেসার
কবি কাকে বলে ?
উঃ ফররুখ আহমদ।
24. বাংলা কবিতার আধুনিকতার প্রবর্তক
কে ?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
25. বহুভাষাবিদ পন্ডিত বলতে কার নাম
প্রথমে চলে আসে ?
উঃ শহীদুল্লাহ।
26. ডঃ মুহম্মদ শহীদুল্রাহ ছিলেন প্রধানত ?
উঃ ভাষাতত্ত্ববিদ।

রবিন্দ্রনাথ_ঠাকুরের প্রেমের গল্প সহজে মনে রাখার উপায়।

রবিন্দ্রনাথ_ঠাকুরের প্রেমের গল্প
সহজে মনে রাখার উপায়।
দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর
অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের
রাত্রীর শেষ কথায় সমাপ্তি টেনে
স্ত্রীর কাছে পত্র লেখেন।
প্রেমর গল্প-
# ল্যাবরেটরী
# অধ্যাপক
# নষ্টনীড়
# শেষ রাত্রী
# সমাপ্তি
# স্ত্রীর_পত্র
# একরাত্রী
# দূরআশা
# দৃষ্টিদান

এশিয়ান_ভুক্ত_দেশ_১০টিঃ

এশিয়ান_ভুক্ত_দেশ_১০টিঃ
** মনে রাখার টেকনিক --------
( MTV এর FLIM দেখলে BCS হবে না)
M= Malaysia
T= Thiland
V= Vietnam
F= Philippine
I=Indonesia
L= Laos
M= Mayanmar
B= Brunei
C=Combodia
S=Singapore

রবীন্দ্রনাথ_ঠাকুরের ছোট গল্প মনে রাখার কৌশল

রবীন্দ্রনাথ_ঠাকুরের ছোট গল্প মনে রাখার কৌশল আজ লিখব। এই গল্পটা
মনে রাখলে আশাকরি জীবনেও ভূলবেন
না।
পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা
পাওনার কর্মফলে হৈমন্তির দিদির পত্র
রক্ষা করতে পারল না।
# পোস্টমাস্টা
# কাবুলিওয়ালা
# দেনাপাওনা
# কর্মফল
# হৈমন্তি
# দিদি
# পত্র রক্ষা

বিভিন্ন শব্দ মনে রাখার কৌশল:-

বিভিন্ন শব্দ মনে রাখার কৌশল:-

# পর্তুগীজ_শব্দ মনে রাখার একটি
কৌশলঃ
গীর্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের
আলমারি খুলে তাতে আনারস
পেঁপে পেয়ারা আলপিন ও
আলকাতরা রাখলেন।
কেরানি দিয়ে কামরা পরিষ্কার
করে জানালা খুলে দিলেন। তারপর
পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের
করে বালতিতে রেখে বোমা বানালেন।

*** গির্জা , চাবি ,গুদাম ,আলমারি
,আনারস ,
পেঁপে ,পেয়ারা, আলপিন ,আলকাতরা,
কেরান,কামরা,জানালা, পেরেক ,
ইস্ত্রি ,ইস্পাত ,পিস্তল , বালতি, টুপি ,
সাবান,বোতাম ,পাউরুটি ,
মিস্ত্রী,পেরেক,ইংরেজ ,নিলাম ও
বেহালা ইত্যাদি ।
# তুর্কি_শব্দ মনে রাখার কৌশলঃ
বিবি বেগম কোর্মা খায় বাহাদুর দেশ
চালায়। দারোগা বাবু তাকিয়ে দেখে
গালিচায় কুলির লাশ।
চাকু হাতে বাবুর্চি তাই দেখে হতবাক।
সুলতান মাহমুদ বন্দুক নিয়ে দৌড়ে
পালায়।

*** বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু,
বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর,
মুচলেখা ।

# দেশি_শব্দঃ
*** এক গঞ্জের কুড়ি ডাগড় টোপর মাথায়
দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায়
চুলা কুলা ডাব ও ডিংগা নিয়ে টং এর
মাচায় উঠল।
*** গঞ্জ , কুড়ি, ডাগড়, টোপর,
চোঙ্গা,চুলা, কুলা, ডাব,
ডিংগা,টং ,মাচা ইত্যাদি

বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়ের উপন্যাস মনে রাখার কৌশল

বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়ের উপন্যাস মনে রাখার কৌশল

# আ_দে_শ
আ = আনন্দমঠ,
দে = দেবী চৌধুরাণী,
শ = সীতারাম।


ইসমাইল হোসেন সিরাজীর রচনা মনে
রাখার কৌশল।
# রানুর_ফিতা
রা = রায় নন্দীনী,
নুর = নূর উদ্দীন,
ফি = ফিরোজা বেগম,
তা = তারাবাঈ।

রেলপথহীন জেলা গুলো মনে রাখার টেকনিকঃ

রেলপথহীন জেলা গুলো মনে রাখার টেকনিকঃ
→[খারাপ বরকে বাশ দিয়ে পিশে মামু
বকদিয়ে ভোঝ করে।]
★ব্যাখ্যাঃ
# খা-তে→খাগড়াছড়ি
# রা -তে→রাংগামাটি
# প -তে→পটুয়াখালী
# বর-তে→বরগুনা
# বা -তে→বান্দরবন
# শ -তে→শরীয়ত পুর
# পি-তে→পিরোজপুর
# শে-তে→শেরপুর
# মা -তে→মাদারীপুর
# মু-তে→মুন্সিগঞ্জ
# ব-তে→বরিশাল
# ক-তে→কক্সবাজার
# ভো-তে→ভোলা
# ঝ -তে→ঝালকাঠি.

কবি নজরুলের নিষিদ্ধ ৬ টি গ্রন্থ

কবি নজরুলের নিষিদ্ধ ৬ টি গ্রন্থ
BAP J VC (বাপ যে ভিসি)
B= বিষের বাঁশী
A= অগ্নিবীণা
P= প্রলয়শিখা
J= যুগবাণী
V= ভাঙ্গার গান
C= চন্দ্রবিন্দু
Note:
অগ্নিবীণা কাব্যটি কখনও নিষিদ্ধ
হয়নি। বিষের বাঁশি, ভাঙার গান,প্রলয়
শিখা, চন্দ্রবিন্দু ও যুগবাণী এ পাঁচটি
কাব্যগ্রন্হ নিষিদ্ধহয়। ( সুত্র : সাহিত্য
জিজ্ঞাসা )

স্কুল-কলেজের গন্ডি না পেরোনো ৭ জন ব্যক্তি যারা জীবনে অনেক সফল ও বিখ্যাত হয়েছেন!!


. হেনরি ফোর্ড : ফোর্ড মটরস এর প্রতিষ্ঠাতা

১৮৬৩ সালে জুলাই এর ৩০ তারিখে মিশিগানের গ্রিন ফিল্ডে জন্ম গ্রহণ করেন তিনি  বাবা ছিলেন আইরিশ আর মা ব্রিটিশ  জীবনের প্রথম কাজ ঘড়ি মেরামতকারী হিসেবে শুরু করলেও লেখা-পড়া খুব একটা হয়ে উঠেনি  ১৬ বছর বয়সেই পড়াশুনার পাঠ চুকান তিনি

. বিল গেটস : মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা


যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটল শহরে ১৯৫৫ সালের ২৮ অক্টোবর জন্মগ্রহণ করেন উইন্ডোস এর জনক বিল গেটস  তার বাবা ভেবেছিলেন বিল ঠিক তার মত বড় হয়ে নামকরা একজন উকিল হবেন  হাভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ১৯ বছর বয়সেই তিনি নিজের সফটওয়্যার কোম্পানি খোলার স্বপ্ন নিয়েই পড়াশুনার অধ্যায় এর ইতি টানেন
. সচিন তেন্ডুলকর : ক্রিকেটের বরপুত্র

পুরো নাম সচিন রমেশ তেন্ডুলকর  জন্ম গ্রহণ করেছিলেন ২৪ এপ্রিল, ১৯৭৩ সালে  মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের সাথে টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলা এই খেলোয়াড়ের ইন্ডিয়াপাকিস্তান সিরিজের কারণে এস.এস.সি পরীক্ষায় আর অংশগ্রহন করা হয়নি  পড়াশুনা থেকে দুরে সরে গেলেও ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন ক্রিকেটের মাস্টার-ব্লাস্টার
. মার্ক যুকার্বার্গ : ফেইসবুকের প্রতিষ্ঠাতা

পুরো নাম মার্ক এলিয়ট যুকার্বার্গ , জন্ম ১৪ মে, ১৯৮৪ সাল  পৃথিবীর সবচেয়ে বড় এবং জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক ছোট বেলা থেকেই ছিলেন পড়াশুনার প্রতি অনাগ্রহী যদিও প্রোগ্রামিং এর প্রতি তার ছিল অশেষ এক ভালবাসা  হোস্টেলে বসে বানানো ফেইসবুক প্রজেক্টে চূড়ান্ত পর্যায়ে মনযোগ স্থাপন করার জন্য ১৯ বছর বয়সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনিও পড়াশুনার অধ্যায় থেকে বিদায় নেন



. আমির খান : বলিউডের প্রিয় মুখ

১৯৬৫ সালে জন্ম গ্রহণ করা আমির খানের পড়াশুনার শেষ অধ্যায় ছিল দ্বাদশ শ্রেণী পর্যন্ত  সিনেমায় ধীরে ধীরে মনযোগী এবং পিতা মাতার অভাব অনটনের কারণে শেষ পর্যন্ত শিক্ষা জগতে তার আর আগানো হয় নি



. স্টিভ জবস : Apple এর প্রতিষ্ঠাতা

পুরো নাম স্টিভেন পল জবস যিনি কলেজে মাত্র এক সেমিস্টার পড়াশুনা করার পরেই তিনি সিধান্ত নেন পড়াশুনা ছেড়ে দেবার তিনি ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারী তে জন্ম গ্রহণ করেন

. জেন কৌম: Whatsapp এর  প্রতিষ্ঠাতা

ফেইসবুক যখন Whatsapp কে কিনে নেই তখন এর মূল্য ছিল প্রায় . ডলার  যার প্রতিষ্ঠাতা ২০ বছর বয়সেই ঝড়ে পড়েছিলেন কলেজ জীবন থেকে শোনা যায় এক সময় তিনি ফেইসবুকে  চাকুরীর জন্য সাক্ষাত্কার দিতে গেলেও নির্বাচিত হননি




মানুষের ইচ্ছা শক্তিই তার ভবিষ্যতের রূপকার  এর জন্যই হয়তো বলা হয়সাফল্যতাই হচ্ছে সবচেয়ে বড় প্রশংসাপত্র (Success is the best Certificate).