Responsive Ads Here

Friday, January 8, 2016

মানবদেহ:

১. মানবদেহের দীর্ঘতম কোষ >> স্নায়ুকোষ ( ১মিটার)
২.মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ >>ত্বক
৩.রক্ত জমাট বাঁধতে সাহায্য করে >> অনুচক্রিকা( ক্যালসিয়াম আয়ন)
৪.মানবদেহের সর্ববৃহত্ গ্রন্থি>> যকৃত
৫.মানবদেহে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে থাইরোক্যালসিটোনিশ
৭. মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে>> হরমোন
৮. কোষের মধ্যে খাদ্যবস্তু ভেঙ্গে শক্তি উত্পাদন প্রক্রিয়া>> শ্বসন
৯. ভয় পেলে গায়ের লোম খাড়া হয় >> অ্যাডরিনালিন হরমোনের কারণে
১০.মানুষের হদপিণ্ডচার প্রকোষ্ঠবিশিষ্ট।ক্যাটলফিস ও অক্টোপাসের হৃদপিণ্ড> ৩টি।
১১. মানুষের স্বাভাবিক রক্তচাপ>> সিস্টোলিক(১১০-১৪০) , ডায়াস্টোলিক(৬০-৯০)
১২.দেহের অভ্যন্তরে রক্তজমাট বাঁধতে বাধা সৃষ্টি করে>> হেপারিন
১৩.মস্তিষ্কের ক্ষমতা হ্রাস পায়>> স্নায়ুকোষের এক চতুর্থাংশ ধ্বংস হলে
১৪.চোখের পানি নি:সৃত হয় >ল্যাক্রিমাল গ্রন্থি হতে
১৫. ঘাম নি:সৃত হয় >মেবোমিয়ান গ্রন্থি হতে
১৬.ইনসুলিন নি:সৃত হয় > অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেনস হতে
১৭.স্পাইনাকর্ডের দৈর্ঘ> ১৮ ইঞ্চি
১৮.মানুষের রক্তের স্বাভাবিক তাপমাত্রা> ৩৬-৩৮ডিগ্রি সেলসিয়াস,PH>7.2-7.4
১৯.রক্তলাল দেখায় হিমোগ্লোবিনের কারণে।
২০ একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ > ৫-৬লিটার । মোট ওজনের ৮%।রক্তের গ্রুপ ৪টি। সার্বজনীন দাতা>O ও সার্বজনীনগ্রহীতা>AB
২১.দাঁড়ি -গোফ গজায় টেস্টোস্টেরন(শুক্রাশয় হতে) হরমোনের কারণে
২২.নাড়ীর স্পন্দন বা ধমনীর স্পন্দন প্রতি মিনিটে গড়ে ৭২ বার
২৩.বাইপাস সার্জারি>> হৃদপিণ্ডের রক্তবাহী ধমনী রক্ত প্রবাহে সক্ষম না হলে বিকল্প রক্ত প্রবাহের ব্যবস্থা গ্রহণ করা বাইপাস ধমনী সংযোজন করে।
২৪.ইকো-কার্ডিগ্রাফী> শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে হৃদপিণ্ড পরীক্ষা করা
২৫.এনজিওগ্রাফি> হৃদস্পন্দনের গ্রাফিকাল চিত্র
২৬. এনজিওপ্লাস্টিড> হৃদপিণ্ডের রক্তবাহী ধমনী সংকুচিত হলে সংকুচিত ধমনীতে বেলুন ফুলিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা।

No comments:

Post a Comment