Responsive Ads Here

Sunday, January 10, 2016

বাংলাদেশের সংবিধান সম্পর্কে বিসিএস পরিক্ষার্থী কে যা জানা প্রয়োজন

গণ-পরিষদ আদেশ জারি হয়—  ২৩ মার্চ ১৯৭২ 

গণ-পরিষদের প্রথম অধিবেশন বসে –  ১০ এপ্রিল ১৯৭২  
গণ-পরিষদের প্রথম অধিবেশনের সভাপতি— মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ

সংবিধান প্রণয়ন কমিটির প্রধান —  ড. কামাল হোসেন

সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা — ৩৪ জন

সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য — বেগম রাজিয়া বানু

প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক —  আব্দুর রউফ

'খসড়া সংবিধান' গণ-পরিষদে উত্থাপন—  ১২ অক্টোবর ১৯৭২ 

'খসড়া সংবিধান' গণ-পরিষদে গৃহীত —  ৪ নভেম্বর ১৯৭২ 

সংবিধান কার্যকর হয় —  ১৬ ডিসেম্বর ১৯৭২ 

সংবিধান দিবস — ৪ নভেম্বর

সংবিধানের প্রস্তাবনা —১ টি

সংবিধানের মূলনীতি — ৪ টি

সংবিধানের তফসিল — ৭ টি

সংবিধানের অধ্যায় বা বিভাগ — ১১টি

সংবিধানের ধারা বা অনুচ্ছেদ — ১৫৩টি

বর্তমান সংবিধানের ৪টি মূলনীতি —  ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র

সংবিধানে 'শিক্ষার অধিকার' নিশ্চিত করা হয়েছে —১৭নং অনুচ্ছেদে

'ন্যায়পাল নিয়োগের বিধান' উল্লেখ আছে— ৭৭নং অনুচ্ছেদে

বাংলাদেশে রাষ্ট্রধর্ম 'ইসলাম' সংবিধানের বলা হয়েছে—২ (ক) অনুচ্ছেদ

সংবিধানের 'আমার সোনার বাংলাকে' জাতীয় সংগীতের স্বীকৃতি দেয়া হয়েছে— ৪ নং অনুচ্ছেদ

'সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী' সংবিধানের — ২৭ নং অনুচ্ছেদ

'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার' নিশ্চিত করা হয়েছে — ২৮ (২) অনুচ্ছেদ

সংবিধানের 'সংবাদপত্রের স্বাধীনতা'র নিশ্চয়তা প্রদান করা হয়— ৩৯ (২) খ অনুচ্ছেদ

সংবিধানের 'জরুরি অবস্থা' ঘোষণার কথা বলা হয়েছে— ১৪১ (ক) অনুচ্ছেদ

সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে— হাইকোর্টকে

বাংলাদেশের সংবিধানের অভিভাবক — সুপ্রিমকোর্ট

সংবিধান সংশোধন করা হয় —  ১৪২নং অনুচ্ছেদের মাধ্যমে

সংবিধান সংশোধনের জন্য সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়— দুই-তৃতীয়াংশ

সংবিধান সংশোধনের বিল রাষ্ট্রপতি পাস করেন— ৭ দিনের মধ্যে

বাংলাদেশের সংবিধান সংশোধন করা হয়েছে — ১৫ বার

প্রথম সংশোধনীর জাতীয় সংসদে গৃহীত—  ১৫ জুলাই ১৯৭৩

প্রথম সংশোধনীর বিষয়বস্তু—  যুদ্ধাপরাধীসহ অন্যান্য গণবিরোধীদের বিচারের বিধান করা

বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে— ৬ আগস্ট ১৯৯১

অষ্টম সংশোধনীর বিষয়বস্তু — রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের স্বীকৃতি

দ্বাদশ সংশোধনী বিল পাস হয় — ৬ আগস্ট ১৯৯১

দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু — সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃ প্রবর্তন 

ত্রয়োদশ সংশোধনীর জাতীয় সংসদে গৃহীত — ২৭ মার্চ ১৯৯৬

ত্রয়োদশ সংশোধনীর বিষয়বস্তু — তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন

সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয় — ৩০ জুন ২০১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় — পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে

পঞ্চদশ সংশোধনীর পর বর্তমানে রাষ্ট্রপতিতে শপথ পড়ান — স্পিকার

সংগৃহীত - দৈনিক ইত্তেফাক (রবিবার, ২৮ এপ্রিল ২০১৩)

No comments:

Post a Comment