Responsive Ads Here

Tuesday, January 12, 2016

সাধারণ জ্ঞান বাংলা

1.‘সাহিত্য সম্রাট’ কাকে বলা হয় ?
উঃ বষ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
2.কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি ?
উঃ রায়গুণাকর।
3. ‘কবিকষ্কণ’ কার উপাধি ?
উঃ মুকুন্দরাম চক্রবর্তী।
4. ‘রায় গুণাকর’ কার কাব্য উপাধি ?
উঃ ভারতচন্দ্র।
5.জীবনানন্দ দাশ প্রধানত ?
উঃ প্রকৃতির কবি।
6. বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’
হিসাবে পরিচিত ?
উঃ গোবিন্দ্রচন্দ্র দাস।
7. কোন গ্রন্থটি মোহাম্মদ আকরাম খা
রচিত ?
উঃ সমাজ ও সমাধান।
8.বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি ?
উঃ বেগম সুফিয়া কামাল।
9.আকরাম খা রচিত ‘মোস্তফা চরিত’
গ্রন্থটি ?
উঃ সীরাত গ্রন্থ।
10.বাংলাদেশের নারী শিক্ষার
প্রসারে কে অগ্রদূত ?
উঃ বেগম রোকেয়া সাখাওয়াত।
11.বাংলা সাহিত্যে ‘সাহিত্য বিশারদ’
কার উপাধি ?
উঃ আবদুল করিমের।
12. বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের
জাদুকর’ বলা হয় ?
উঃ সত্যেন্দ্রনাথ দত্ত।
13. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’
বলা হয় কাকে ?
উঃ বিহারী লাল চক্রবর্তী।
14.অপরাজেয় কথাশিল্পী কার ছন্মনাম ?
উঃ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়।
15. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা
বিভাগ খোলা হয় ?
উঃ ১৮০১ সালে।
16.বাংলা ভাষার প্রথম সার্থক
ঔপন্যাসিক কে ?
উঃ বষ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
17. কাকে বাংলা গদ্যের জনক বলা হয় ?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
18. বাংলাদেশের জাতীয় কবি কে ?
উঃ কাজী নজরুল ইসলাম।
19. ‘দত্তকুলোদ্ভব’ কবি কে ?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
20. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম
বিদ্রোহী কবি ?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
21. ‘পল্লীকবি’ উপাধি হলো ?
উঃ জসীমউদ্দীন।
22.‘মরমী কবি’ কাকে বলা হয় ?
উঃ হাসন রাজা।
23.বাংলাদেশে ইসলামী রেনেসার
কবি কাকে বলে ?
উঃ ফররুখ আহমদ।
24. বাংলা কবিতার আধুনিকতার প্রবর্তক
কে ?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
25. বহুভাষাবিদ পন্ডিত বলতে কার নাম
প্রথমে চলে আসে ?
উঃ শহীদুল্লাহ।
26. ডঃ মুহম্মদ শহীদুল্রাহ ছিলেন প্রধানত ?
উঃ ভাষাতত্ত্ববিদ।

No comments:

Post a Comment