Responsive Ads Here

Tuesday, January 12, 2016

বিভিন্ন শব্দ মনে রাখার কৌশল:-

বিভিন্ন শব্দ মনে রাখার কৌশল:-

# পর্তুগীজ_শব্দ মনে রাখার একটি
কৌশলঃ
গীর্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের
আলমারি খুলে তাতে আনারস
পেঁপে পেয়ারা আলপিন ও
আলকাতরা রাখলেন।
কেরানি দিয়ে কামরা পরিষ্কার
করে জানালা খুলে দিলেন। তারপর
পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের
করে বালতিতে রেখে বোমা বানালেন।

*** গির্জা , চাবি ,গুদাম ,আলমারি
,আনারস ,
পেঁপে ,পেয়ারা, আলপিন ,আলকাতরা,
কেরান,কামরা,জানালা, পেরেক ,
ইস্ত্রি ,ইস্পাত ,পিস্তল , বালতি, টুপি ,
সাবান,বোতাম ,পাউরুটি ,
মিস্ত্রী,পেরেক,ইংরেজ ,নিলাম ও
বেহালা ইত্যাদি ।
# তুর্কি_শব্দ মনে রাখার কৌশলঃ
বিবি বেগম কোর্মা খায় বাহাদুর দেশ
চালায়। দারোগা বাবু তাকিয়ে দেখে
গালিচায় কুলির লাশ।
চাকু হাতে বাবুর্চি তাই দেখে হতবাক।
সুলতান মাহমুদ বন্দুক নিয়ে দৌড়ে
পালায়।

*** বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু,
বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর,
মুচলেখা ।

# দেশি_শব্দঃ
*** এক গঞ্জের কুড়ি ডাগড় টোপর মাথায়
দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায়
চুলা কুলা ডাব ও ডিংগা নিয়ে টং এর
মাচায় উঠল।
*** গঞ্জ , কুড়ি, ডাগড়, টোপর,
চোঙ্গা,চুলা, কুলা, ডাব,
ডিংগা,টং ,মাচা ইত্যাদি

No comments:

Post a Comment