Responsive Ads Here

Monday, January 11, 2016

সেপ্টেম্বর অন যশোররোড


অ্যালেন গিন্সবার্গ কবিতার বাংলাঅনুবাদ।

শত শত চোখ আকাশটা দেখেশত শত শত মানুষের দল,যশোর রোডের দুধারে বসত বাঁশের ছাউনি কাদামাটি জল।
কাদামাটি মাখা মানুষের দলগাদাগাদি করে আকাশটা দেখে,আকাশে বসত মরা ইশ্বরনালিশ জানাবে ওরা বল কাকে।
ঘরহীন ওরা ঘুম নেই চোখেযুদ্ধে ছিন্ন ঘর বাড়ী দেশ,মাথার ভিতরে বোমারু বিমানএই কালোরাত কবে হবে শেষ।
শত শত মুখ হায় একাত্তর যশোর রোড যে কত কথা বলে,এত মরা মুখ আধমরা পায়ে পূর্ব বাংলা কোলকাতা চলে।
সময় চলেছে রাজপথ ধরে যশোর রোডেতে মানুষ মিছিল,সেপ্টেম্বর হায় একাত্তরগরুগাড়ী কাদা রাস্তা পিছিল
লক্ষ মানুষ ভাত চেয়ে মরেলক্ষ মানুষ শোকে ভেসে যায়,ঘরহীন ভাসে শত শত লোক লক্ষ জননী পাগলের প্রায়।
রিফিউজি ঘরে খিদে পাওয়া শিশুপেটগুলো সব ফুলে ফেঁপে ওঠে
এইটুকু শিশু এতবড় চোখ দিশেহারা মা কারকাছে ছোটে।
সেপ্টেম্বর হায় একাত্তরএত এত শুধু মানুষের মুখ,যুদ্ধ মৃত্যু তবুও স্বপ্ন ফসলের মাঠ ফেলে আসা সুখ।
কারকাছে বলি ভাতরূটি কথাকাকে বলি করোকরো করো ত্রান,কাকে বলিওগো মৃত্যু থামাওমরে যাওয়া বুকে এনে দাও প্রান।
কাঁদো কাঁদো তুমি মানুষের দল তোমার শরীর ক্ষত দিয়ে ঢাকা,জননীর কোলে আধপেটা শিশু একেমন বাঁচাবেঁচে মরে থাকা।
ছোটো ছোটো তুমি মানুষের দলতোমার ঘরেও মৃত্যুর ছায়া,গুলিতে ছিন্ন দেহ মন মাটিঘর ছেড়েছোতো মাটি মিছে মায়া।
সেপ্টেম্বর হায় একাত্তরঘর ভেঙে গেছে যুদ্ধের ঝড়ে,যশোর রোডের দুধারে মানুষ এত এত লোক শুধু কেনো মরে।
শত শত চোখ আকাশটা দেখেশত শত শত শিশু মরে গেল,যশোর রোডের যুদ্ধ ক্ষেত্রে ছেঁড়া সংসার সব এলোমেলো
কাদামাটি মাখা মানুষের দলগাদাগাদি করে আকাশটা দেখে,আকাশে বসত মরা ইশ্বরনালিশ জানাবে ওরা বল কাকে।
ঘরহীন ওরা ঘুম নেই চোখেযুদ্ধে ছিন্ন ঘর বাড়ী দেশ,মাথার ভিতরে বোমারু বিমানএই কালোরাত কবে হবে শেষ।
শত শত মুখ হায় একাত্তর যশোর রোড যে কত কথা বলে,এত মরা মুখ আধমরা পায়ে পূর্ব বাংলা কোলকাতা চলে,এত মরা মুখ আধমরা পায়ে পূর্ব বাংলা কোলকাতা চলে॥

No comments:

Post a Comment